বিয়ে বাড়ির আয়োজন
বরের বাড়ির কাযর্ক্রম
১.পানচিনি
পানচিনি এর শাড়ি দিতে হবে কন্যাকে
পানচিনি এর আংটি দিতে হবে কন্যাকে
গাড়ির খরচ
মিষ্টি
২. আখত (যদি পূর্বে করা হয়)
গাড়ি
মিষ্টি
৩. বিয়ের জন্য কার্ড ছাপানো
৪. হল বুকিং যদি ওয়ালিমা করা হয়
৫. গাড়ি ঠিক করা বিয়ে এবং ওয়ালিমার জন্য
৬.গায়ে হলুদ
গায়ে হলুদের জুতা শাড়ি দিতে হবে কন্যাকে
৭.কনের কাপড়
বিয়ের শাড়ি প্লাস শাড়ি ১,২,৩,৪,৫
সোনা দিতে হবে
নামাজের শাড়ি
বিয়ের জুতা, ফ্লাট এবং হিল জুতা
কনের চাচা, মামা, খালা, খালু, ফুফা, ফুফুর কাপড়
বিয়ের বাজার করতে যারা আসবে তাদেরকে কাপড় দিতে হবে
বিয়ের বাজার শেষ হলে তাদের আপ্যায়ন করতে হবে
৬. গেইট বানানো
৭. লাইটিং
৮.বিয়ের দিন
মিষ্টি নিতে হবে
গেট ধরা ফি ২০০০০ টাকা
কাজি ফি ৫০০০ টাকা
সোনার আংটি একটা গিফট দিতে হবে
৯.ওয়ালিমা
খাবার
গাড়ি
১০.ফিরাযাত্রা
গাড়ি
মিষ্টি
টিপস:
অফ সিজনে বিয়ে করুন। তাতে সব কিছু সাধ্যের মধ্যে থাকবে।শীতকালে প্রচুর বিয়ে হয়। তাই শীতকাল এড়িয়ে চলুন
যা যা কিনবেন তার একটা তালিকা করুন।তাতে করে একসাথে কম সময়ে সবকিছু কেনাকাটা করতে পারবেন।
একদিনে বিয়ে এবং ওয়ালিমা করুন। তাতে সবার লাভ। অতিথী যারা আসবে তারা একদিনে সব প্রোগ্রাম কাভার করতে পারবে।
হল বুকিং এর ক্ষেত্রে শুক্রবার এড়িয়ে চলুন। আর যত তাড়াতাড়ি সম্বভ বুকিং দিয়ে দিবেন।
বিয়ের কার্ডে অতিরিক্ত টাকা খরচ করার কোন মানে হয় না। সিম্পল রুচীসম্মত কার্ড বানান।
বিয়েতে খাবার আইটেম অল্প রাখুন আর তা যেন সুস্বাদু হয়।
পারলে বিয়ের গয়না আগে থেকে কিনে রাখুন
সেলের সময় জামা কাপড় কিনে রাখুন।
অতিথীদের তালিকা করুন যাতে দাওয়াতের সময় কেউ মিস না হয়।
বরের জন্য অতিরিক্ত কিছু কেনার দরকার নাই।বর তো পাবেই।
সব সময় মাথা ঠান্ডা রাখুন। সবার সাথে ভাল আচরন করুন।
স্থানীয় মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগান।
ওয়েইডিং ফটোগ্রাফারের পিছনে প্রচুর টাকা খরচ করতে যাবেননা।
খাদ্যের অপচয় করবেননা।
বিয়ের স্থান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। চেষ্টা করবেন সেটা যেন আপনার আশেপাশে হয়। তাহলে অনেক খরচ কমে যাবে।
গাড়িও আগে থেকে সিলেক্ট করে রাখুন। তাতে কম খরচে পাবেন।
কনের বাড়ির কাযর্ক্রম
১. পানচিনির প্রোগ্রাম
খাবার
২. আখত (যদি বিয়ের আগে করা হয়)
আখতের পাঞ্জাবী, পায়জামা বরকে দিতে হবে।
আখতের আংটি দিতে হবে বরকে।
আখতের খাবার
৩. কার্ড ছাপানো
৪. হল বুকিং দেওয়া
৫. গায়ে হলুদ
পাঞ্জাবী, পায়জামা, সেন্ডেল, সেভিং ফম, রেজার, ফেইস ওয়াস
৬. বরের কাপড়
স্যুট, পাঞ্জাবী, পায়জামা, শার্ট, জুতা, সেন্ডেল, টাই, গেঞ্জি, আন্ডারওয়ার, ঘড়ি, ছাড়া, বেড শীট, মুজা, রুমাল, সাদা টুপি
৭. কনের সাথে দিতে হবে
ফার্নিচার
টিভি
ফ্রিজ
৮. গেইট বানানো
৯. লাইটিং
১০. বর কনের স্টেইজ সাজানো
৮. বিয়ের দিন
খাবার
সার্ভিস বয়দের টাকা দিতে হবে
সেন্টারে বরকে সালামি দিতে হবে
৯. ওয়ালিমা
গাড়ি
মিষ্টি
১০. ফিরাযাত্রা
যারা আসবে তাদেরকে কাপড় দিতে হবে
টিপস
কনের বাড়ির খরচ কমানো উপায় হচ্ছে আগে থেকে ফার্নিচার, বাসন, ক্রোকারিজ সামগ্রী কিনে রাখা।
বিয়ের দিন আখত করা। তাতে করে আখতের খরচ বেচে যায়।