মুক্তোর দানা
অন্যরকম এক কান্নার শব্দ শুনতে শুনতে খুব ভোরে ঘুম ভাঙ্গলো আজ। চোখ মেলে বাহিরে তাকিয়ে দেখি চোখের জলের ন্যায় বৃষ্টি পড়ছে অবিরাম।
অন্তরে তখন মেঘের আনাগোনা। কবে সেদিন ছিল মনে নাই,তবে এই রকম কোন একদিনেই হয়তো ভর্তী হয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পড়তে। না,সেদিন আকাশের মন খুব ভালো ছিল। সূর্যি মামা তার জগত বিখ্যাত হাসি দিয়ে বরণ করেছিল আমাদেরকে। কিন্তু আজ...!
দ্রুত এগিয়ে যায় সময়! আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদায় নিবো আমি। না,পৃথিবীকে ছেড়ে কোথাও যাচ্ছিনা আমি। পৃথিবীর একটা অংশই আমায় ছেড়ে চলে যাচ্ছে আজ। হ্যাঁ,আজ আমার কলেজ জীবনের শেষ ক্লাস। পরিপৃর্ণ জীবনের দীর্ঘ চার বছরের স্মৃতিকে স্মৃতি বানানোর দিন আজ। একজোড়া ফ্রেমের করুণ চাহনীতে অন্তর থেকে বিরহী ভালোবাসা বিসর্জন দেওয়ার দিন আজ। পরিবর্তনশীল জগতের সাথে পরিবর্তিত হতে এক প্রাণ হয়ে থাকা কয়েকটি দেহের সুতা ছেড়া মুক্তার দানার ন্যায় বিভক্তি হবার দিন আজ।
বেদনার রংয়ের নাম কি আমি তা জানিনা। তবে আজ যে রং আমাদের মাঝে ছড়াবে জানি সেটা রংধনু সাত রং কে ও হার মানাবে। আজ সবাই বিদায় দিবে এবং নিবে। বুকের সাথে বুক মিলিয়ে,চোখের সাথে চোখ মিলিয়ে কঠিন একটা দীর্ঘশ্বাস ছাড়বে সবাই। ইথারে ভেসে যাওয়া সেই দীঘশ্বাসের গন্তব্য কোথায় সেটা কেউ জানেনা...!
সকাল ৮.০০ ঘটিকা
তারিখ:২৯-০৭-২০১০