সিলেট শিক্ষা বোর্ডে সনদ যাচাই
কাজ ১: আবেদন ফরম কালেকশন
সিলেট শিক্ষা বোর্ড থেকে সনদপত্র যাচাইয়ের ক্ষেত্রে প্রথমে আপনাকে বোর্ডে যেতে হবে। ওখান থেকে এস. এস. সি এবং এইচ. এস.সির জন্য ২টি আবেদন ফরম ৩য় তলা সনদ শাখা থেকে নিতে হবে। তারপর ওই আবেদন পত্র যথাযথ ভাবেপুরন করে আপনার শিক্ষা প্রতিষ্টান প্রধান (স্কুলের হেড মাস্টার এবং কলেজের প্রিন্সিপালের) সিল এবং সিগানেচার নিতে হবে। এই ফরমটি চাইলে নিচে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আর বোর্ডে গিয়ে একদিন সময় নষ্ট করা লাগবেনা। মনে রাখবেন এস.এস.সির এবং এইচ.এস.সির জন্য দুটো ফরম লাগবে যেহেতু আপনি শিক্ষাপ্রধানের সীল এবং সিগনেচার নিবেন। তাই এস.এস.সি এবং এইচ.এস.সি হলে অবশ্যই দুই কপি ফরম প্রিন্ট করে ফিল আপ করবেন।
#সিলেট শিক্ষা বোর্ড #সার্টিফিকেট যাচাই #সার্টিফিকেট এটাষ্ট #মার্কশিট যাচাই #মার্কশিট এটাষ্ট #Certificate Attestation
কাজ ২: টাকা জমা দেওয়া
এবার আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংক থেকে। কোন সোনালী ব্যাংকে করবেন? কীন ব্রিজের ঠিক নিচে হাতের বাম পাশে চাদনী গাটে অবস্থিত সোনালী ব্যাংকে চলে যান। ওখানে ২৫০ টাকা হারে যত কপি যাচাই করাবেনতত টাকা দিন। বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। ধরুন আপনি এস. এস.সির মূল সনদ সাথে ১কপি ফটোকপি যাচাই করাবেন তাহলে আপনাকে মূল সনদের জন্য ২৫০ টাকা আর ফটোকপির জন্য আরো ২৫০ টাকা অর্থাৎ ৫০০ টাকারড্রাফট করতে হবে। এস.এস.সি এবং এইচ.এস.সির জন্য আলাদা ভাবে ড্রাফট করবেন কিন্তু।
#Marksheet Attestation #Sylhet Education Board #বিদেশে পড়াশুনা করতে চাইলে
কাজ ৩: ডকুমেন্ট জমা দেওয়া
আবেদনপত্র সংগ্রহ এবং টাকা জমা দেওয়ার পর এবার আপনার কাজ হচ্ছে আবারো শিক্ষা বোর্ডে যাওয়া এবং সবগুলো ডকুমেন্ট জমা দেওয়া। ডকুমেন্ট জমা দিবেন নিচ তলায় কাউন্টারে। ওখানে আপনার ডকুমেন্ট রেখে ওরা মানি রিসিট দিবে এবং বলে দিবে কবে নিবেন।
কাজ ৪: ডকুমেন্ট রিসিভ করা
সর্বশেষ ধাপে আপনাকে আবারো সিলেট শিক্ষা বোর্ডে যেতে হবে। এবার ওখান থেকে টাকা জমা দেওয়ার রিসিট দিয়ে আপনার ডকুমেন্ট কালেক্ট করতে হবে ৩ তলার সনদ শাখা থেকে।