হ-য-ব-র-ল
উল্টো চলে নারী-পুরুষ
উল্টো চলে সমাজ,
উল্টোর ভিড়ে উল্টো হয়ে
ঘুরছি আমি আজ।
উল্টো চলে ফ্যানের পাখা
উল্টো চলে যানবাহন,
উল্টো চলে কবির কলম
উল্টো আজ সাতকাহন।
উল্টো চলে গাড়ির চাঁকা
উল্টো চলে ঘড়ি,
উল্টো চলে উল্টে আমি
খোদার নাম স্মরি।
উল্টো তবু হয়না শেষ
উল্টো চলে অবিরাম,
উল্টোকে নিয়ে আর তাই
এই ছড়া গাথঁলাম।