কারিগরী শিক্ষা বোর্ডে সনদ যাচাই
সাধারন পড়াশুনার জন্য বিদেশে যেতে সনদপত্র যাচাইয়ের প্রয়োজন হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিদেশে যেতে হলে তো অবশ্যই তাদের সনদপত্র প্রথমে একমাত্র কারিগরী শিক্ষা বোর্ড ঢাকার আগারগাওতে অবস্থিত সেখানে নিতে যেতে হয়।তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে কি করতে হয়।
টাকা জমা দেওয়ার স্লিপ নেওয়া
সনদপত্র যাচাইয়ের জন্য আলাদা কোন ফরম নাই। আপনার সনদপত্রের অরিজিনাল কপি আর সাথে ফটোকপি (যত কপি ইচ্ছে) নিয়ে যেতে হবে। তবে মনে রাখবেন যা যাচাই করবেন তার অরিজিনাল কপি কিন্তু সাথ রাখতেই হবে। যেদিনসনদপত্র যাচাইয়ের জন্য দিবেন সেদিন খুব সকাল অর্থাৎ ৯টার ভিতর বোর্ডে চলে যান। আপনার অবগতির জন্য জানিয়ে রাখি নোটিশ বোর্ডে লেখা ১২টা পযর্ন্ত ডকুমেন্ট জমা নেওয়ার কথা থাকলেও ওরা কিন্তু সকাল ১১ টা পযর্ন্ত ডকুমেন্টজমা নেয়। তাই যেভাবেই হোক সকাল ৯টা না হলে ১০টার ভিতর ওখানে চলে যান। ওখানে গিয়ে কষ্ট করে আপনাকে সিঁড়ি বেয়ে কোথাও উঠতে হবেনা। গ্রাউন্ড ফ্লোরে ১০১ নং কক্ষের সামনে (মূল গেইটে) অপেক্ষা করুন। ঠিক ৯টার সময়কাযর্ক্রম শুরু হবে। লাইন ধরে দাড়ান এবং সিরিয়াল আসলে আপনার ডকুমেন্টগুলো ভিতরে জমা দিয়ে কি কাজে জমা দিচ্ছেন সেটা খুলে বলুন। ওরা আপনার ডকুমেন্টগুলো দেখে যাচাইয়ের ক্ষেত্রে প্রতি ফটোকপির জন্য ৪০ টাকা করেহিসাবে করে একটি স্লিপ হাতে ধরিয়ে দিবে স্যোসাল ইসলামী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। অরিজিনাল সার্টিফিকেট আর মার্কসিটে যাচাইয়ের জন্য কোন টাকা লাগেনা। আর হ্যাঁ প্রথমে তারা কিন্তু আপনার কোন ডকুমেন্ট জমা নিবেনা।ডকুমেন্টগুলো একটু চেক করে আপনাকে টাকা জমার স্লিপ হাতে ধরিয়ে দিবে।
টাকা জমা দেওয়া
স্যোসাল ইসলামী ব্যাংকটা বড্ড স্যোসাল। কারিগরী শিক্ষা বোর্ড থেকে পায়ে হেটে মাত্র ৩/৪ মিনিট দূরত্বে অবস্থিত। যেহেতু আপনি সকাল সকাল (সকাল ১০টার ভিতরে) টাকা জমা দেওয়ার স্লিপ সংগ্রহ করে ফেলছে এবার তাহলে নাস্তাটাসেরে নিন। কেন নাস্তাটা সারবেন? ওই যে ব্যাংকটা বড্ড স্যোসাল সকাল ১০টার আগে তাদের কাযর্ক্রম শুরু হয়না। কারিগরী শিক্ষা বোর্ডের পাশে একটি হোটেল আছে। সেখান থেকে নাস্তা সেরে মরিং ওয়াক করতে করতে চলে যান স্যোসালইসলামী ব্যাংকে। টাকা জমা দিয়ে স্লিপের একটি নিয়ে চলে আসুন আবারো কারিগরী শিক্ষা বোর্ডে।
#কারিগরী শিক্ষা বোর্ড #টেকনিক্যাল বোর্ড # সার্টিফিকেট যাচাই #মার্কশিট যাচাই #Certificate attestation #marksheet attestation #সনদ যাচাই
ডকুমেন্ট জমা দেওয়া
এবার আর লম্বা কোন লাইন ধরে দাড়াতে হবে। সোজা কাউন্টারে গিয়ে আপনার ডকুমেন্ট আর টাকা জমা দেওয়ার স্লিপ জমা দিন। ওই স্লিপটা দুই ভাগ করে একভাগ তারা রেখে দিবে আর আরেক ভাগ আপনাকে দিবে বিকাল ৫টায়আপনার ডকুমেন্ট ফেরত নেওয়ার সময় দেখানোর জন্য। ব্যাস আপনার সব কাজ শেষ অপেক্ষা করতে থাকুন বিকাল ৫ টার। চাইলে লম্বা এই সময়টা বেড়িয়ে আসতে পারেন কোথাও। হতে পারে সেটা মিরপুর চিড়িয়াখানা কিংবা বিমানযাদুঘর।
ডকুমেন্ট ফেরত নেওয়া
বিকাল ৫টা কিন্তু বিকাল ৫ নয় মাথায় রাখবেন। বিকাল ৪.৩০ এ আবার আপনাকে শিক্ষা বোর্ডে হাজির হতে হবে। দেখবেন ৫টা বাজার আগেই মাইকে নাম ধরে ডেকে ডেকে ডকুমেন্ট ফেরত দিচ্ছে। যদি আসতে একটু এদিক সেদিক হয় তবেপরদিন আবার বিকাল ৫টার জন্য রেডি থাকতে হবে।
বি:দ্র: সার্টিফিকেট আর মার্কশিট কখনো রঙ্গিন কালারে প্রিন্ট দিবেননা।