একাডেমিক রাইটিং - নিজস্ব অভিমতে টাস্ক ২
সময়: ৪০ মিনিট
প্রশ্ন: ১টি টাস্ক
নূন্যতম শব্দ: ২৫০ শব্দ লিখতে হবে।
টাস্ক:
৪০ মিনিটে ২৫০ শব্দ দিয়ে ইউনিভার্সাল একটি টপিকের উপর নিজের মতামত/যুক্তি/প্রবলেম-সলুশন নিয়ে একটি Essay লিখতে হবে।
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts writing task 2 #ielts writing #writing task 2 #writing #writing tips #task 2 tips
টাস্ক ২ প্রশ্ন যা আসতে পারে: সাধারনত ৪ ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়।
টাস্ক ২ তে আরো দুই ধরনের প্রশ্ন লক্ষ্য করা যায়
১. Advantage and Disadvantage
এই দুই ধরনের প্রশ্ন সাধারনত Discussion (+Opinion) টাইপের মধ্যে পড়ে।
সাধারনত Discussion(+Opinion) এবং Opinion (Agree or Disagree) টাইপ প্রশ্ন বেশি আসে।
টাস্ক ২ এর প্রস্তুতি:
১. প্রচুর অনুশিলন করতে হবে।
২. একটি মডেল ফলো করতে হবে।
মডেল: লিখতে হবে ৪ টি প্যারাগ্রাফে ১৩ টি বাক্য
Introduction – 2 Sentences
: Introduce the topic then give your opinion.
Body 1 – 5 sentences
: Discuss Side A
Body 2 – 5 sentences
: Discuss Side B
Conclusion – 1 sentence
: no new things, summarize everything by paraphrasing the introduction
টাইম ম্যানেজমেন্ট:
Introduction – 5 minutes
Body 1 – 10 minutes
Body 2 – 10 minutes
Conclusion – 5 minutes (plus checking)
পরীক্ষায়
১. টাস্ক ২ এর জন্য ৪০ মিনিট সময় রাখবো।
২. ২৫০ শব্দের বদলে ৩০০ শব্দে লিখবো।
৪. টাস্ক ২ তে ফ্যাক্ট নয় বরং নিজের অভিমত লেখবো।
৫. অবশ্যই কনক্লুশন দিবো কিন্তু কনক্লুশনে নতুন কিছু এড করবোনা।
৬. ভোকাবুলারি এবং স্পেলিং ঠিক থাকতে হবে
৭. Coherence (logical) and cohesion (related) হতে হবে লেখা
৮. পুরোটা ৪০ মিনিট নয় বরং ৩৫ মিনিটে লেখা শেষ করে সব কিছু পুনরায় চেক করতে হবে
৯. সিম্পল সেনটেন্সের বদলে কমপ্লেক সেইটেন্স ব্যবহার করতে হবে
যেমন: I like pizza. I don’t like mushroom pizza. My favorite is ham and cheese. না লিখে লেখা যায় – I like pizza, except mushroom pizza as my favorite is ham and cheese.
১০. পানচুয়েশন অবশ্যই সঠিক হতে হবে
১১. লেখায় এক শব্দ যাতে একাধিক বার না আসে সেটা খেয়াল রাখতে হবে। সিনোনেইম ইউজ করতে হবে।
১২. প্যাসিভ ভয়েসে সেইনটেন্স ব্যবহার করা যেতে পারে।
১৩. টাইম ম্যানেজমেন্ট এবং প্ল্যানিংটা মাষ্ট করতে হবে।
পরীক্ষক যা দেখবে:
১. TA (Task Achievement): টাস্ক অ্যাসিভমেন্ট হল কত সুন্দর করে আনসার দেওয়া হয়েছে সেটা।
২. CC (Coherence & Cohesion): Coherence হচ্ছে বডিটা Logical অর্ডারে সাজানো কিনা আর Cohesion হল লেখাগুলো রিলেটেড কিনা।
৩. LR (Lexical Resource): লেখায় ভোকাবুলারি কেমন ব্যবহার করা হয়েছে। একই শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে কিনা।
৪. GRA (Grammar): লেখাতে গ্রামারের রেঞ্জ কেমন। সবগুলো বাক্য একটিভ হলে মার্ক কাটা যেতে পারে। কিছু প্যাসিভ বাক্য লিখতে হবে।
Question Format: