পারিবারিক তথ্যপুঞ্জিকা
আমি আব্দুল্লাহ আল এমরান। জন্ম ১৯৮৭ সালের ১৪ই জানুয়ারী। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী গ্রামে আমার জন্ম। আমার পিতার নাম মু.আব্দুল হামিদ। তিনি সরকারী চাকুরীজীবি ছিলেন। মা জাহানারা বেগম। আমার মা একজন পারফেক্ট গৃহিনী। আমরা দুই ভাই এক বোন। আমার ছোট ভাই আব্দুল্লাহ আল মাসুদ। বোন নাদীয়া হামিদ। সংক্ষেপে এটাই আমার পারিবারিক ইনফোরমেশন।
পড়ালেখা:
আমি কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করি। ষষ্ঠ শ্রেনী ভর্তী হই কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয় থেকেই এস.এস.সি পাস করি ২০০৩ সালে। এরপর বড়লেখা ডিগ্রী কলেজে থেকে এইচ.এস.সি পাস করি ২০০৫ সালে। ২০০৬ সালে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তী হই মদন মোহন কলেজে।একই সময় উক্ত কলেজে বাংলাদেশ কারিগরী বোর্ডে আওতাধীন কম্পিউটার কোর্স চালু হলে পরের বছর অনার্স ছেড়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তী হই। ২০১০ সালে আমার ডিপ্লোমা কোর্স সম্পন্ন হয়।এবার বি.এস.সি ইজ্ঞিনিয়ার হবার পালা।মেট্রোপলিটন ইউনিভাসির্টিতে সান্ধ্যকালীন প্রথম সি.এস.ই ব্যাচ চালূ করি এবং সেই ব্যাচের প্রথম ছাত্র হিসাবে এখনো অধ্যয়নরত আছি (ডাক্তার আর ইজ্ঞিনিয়ারদের পড়াশুনার সমাপ্তি বলে কিছু নাই)।
চাকুরীজীবন:
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স শেষে ২০১০ সালেই প্রথম যোগদান করি সিলেট মার্ট লিমিটেড নামক একটি রিয়েল এষ্টেট কোম্পানীতে। ওখানে আইটি অফিসার হিসাবে চাকুরী করি ১বছরের মতো। তারপর ২০১১ সালে যোগদান করি স্টাফ ইন্ডিয়া নামক একটি ইউকে বেসড আউটসৌসিং কোম্পানীতে। এবং এখনো সেখানে এ.জি.এম হিসাবে কর্মরত আছি।
প্রিয় লিষ্ট:
প্রিয় ফুল: শিউলী
প্রিয় পোকা: জোনাকী
প্রিয় শব্দ: শিয়ালের ডাক, ঝি ঝি পোকার ডাক
প্রিয় রাত: তুমুল বৃষ্টির রাত অথবা প্রচন্ড ঠান্ডার রাত
ভয় পাই: মাকড়শাহ এবং জোক
মন খারাপ হলে: কুরআন তেলাওয়াত শুনি
প্রিয় পত্রিকা: রহস্য পত্রিকা আর Reader's Digest
অন্যতম দূর্বলতা: না বলতে না পারা।
প্রিয় কবি: জীবনানন্দ দাস
প্রিয় কবিতা: আবার আসিব ফিরে
প্রিয় আবৃত্তিকার: শিমুল মুস্তাফা
প্রিয় ফটোগ্রাফার: বিবিন আর জে.এম.বি আকাশ
প্রিয় গায়ক: আয়েশা আব্দুল বাসিত
পচন্দ করি: ঘুরে বেড়াতে, লেখালেখি করতে, পরিবারের সাথে সময় কাটাতে, নতুন কিছু শিখতে, প্রকৃতি আর শিশুদের ফটো তুলতে।
প্রিয় খাবার: লাউয়ের সাথে মুরোগের মাংসের তরকারি, শশা দিয়ে ইলিশ মাছ এবং ছোট আমের সাথে ছোট মাছের টক।
ঘৃণা করি: মোবাইল ফোন (যদিও ব্যবহার করতে হয়), ধূমপান, টেলিভিশন, মিথ্যা কথা বলা এবং প্রতারণা করা।
ভবিষৎ পরিকল্পনা: যেখানে এক সেকেন্ডের ভরসা নাই সেখানে আবার ভবিষৎ পরিকল্পনা কি।
অত:পর-
আমি একজন ধর্মভীরু মানুষ। যদি ইসলাম ধর্মের কোন কিছুই পালন করতে পারিনা তারপরও মনেপ্রানে আমি আমার ধর্মকে ভালবাসী। সব সময় চেষ্টা করি সত্য কথা বলতে। অন্যের ক্ষতি করার চিন্তাও মাথায় আসেনা। কেউ আমাকে কোনভাবে আঘাত দিলে মনকে সান্ত্বনা দিয়ে সবকিছু ভুলে যাই। খুব ভাল লাগে যখন কারো কোন উপকার করতে পারি। চরম ব্যাস্ততার মাঝে একটু সুখ খুজি মা-বাবার হাসিভরা মুখ দেখে। সংক্ষেপে এটাই আমি। ধন্যবাদ আমার সম্পর্কে জানতে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য।