মিডিয়ার মায়াজাল
মিডিয়া জিনিসটা ভয়ানক। একটা পারমানবিক বোমার চাইতেও ভয়ানক। একটা পারমানবিক বোমার ক্ষতির প্রভাব বেশ কয়েক প্রজন্মের পর শেষ হয়ে যায় কিন্তু মিডিয়ার ক্ষতির প্রভাবটা ক্রমশই বিস্তার লাভ করে। এক সময় ধর্ষনের খবর আসতো মিডিয়ায়। সাথে জুড়ে দেওয়ার হতো সেই মেয়েটির ফটোগ্রাফ যে ধর্ষিত হয়েছে।ফলে দেখা যেত ওই মেয়ে কেন্দ্রিক ধর্ষনের সংবাদটা ওর পুরো বংশটাকে ধর্ষিত করে দিত। আমরা যখন এই জিনিসটা আবিষ্কার করলাম ততোদিনে ধর্ষনের টেকনিকটাই বদলে গেল।
মানুষের পারসোনাল জগতটাকে পারসোনালই রাখা ভাল। পারসোনাল জগতের কোন অন্ধকারাচ্ছন্ন অধ্যায় মিড়িয়ায় আনা মানে দুর্গন্ধময় কোন কিছু সবার নাকে নিচে ধরা। হয়তো কেউ কেউ এটা এড়িয়ে যাবে আবার কারো জন্য এই দুর্গন্ধ নেশায় পরিনত হবে। সামাজিকভাবে এতে করে লাভের চাইতে ক্ষতির পরিমানটাই বেশী হয়।যে ছেলেটা আজ তসলিমা নাসরিন কে চেনেনা তাকে যদি আপনি তসলিমার একটা রগরগে কাহিনী পড়তে দেন মানুষের ন্যাচার অনুযায়ী আগামি কাল সেই তসলিমাকে আবিষ্কার করবে। ছোটবেলা আমি যখন হিজরা জিনিসটা বুঝতামনা তখন প্রবল আগ্রহ কাজ করতো তাদের নিয়ে। অথচ এই শব্দটা ভদ্রসমাজ আমার সামনে না আনলেই পারতেন। আজ আপনি রুবেল কিংবা হ্যাপীকে নিয়ে যে কাহিনী পড়ছেন বা শেয়ার করছেন তাতে করে কি হচ্ছে। আপনি আপনার অজান্তে আগামী দিনের রুবেল এবং হ্যাপিকে তৈরী করছেন।হয়তো এই রুবেল এবং হ্যাপি হবেন আপনার ছোট ভাই কিংবা আপনার সন্তান।
কাঁটা দিয়ে কাঁটা তোলার থিউরীটা শুধুমাত্র কাঁটার বেলায় প্রযোজ্য। খুনের বদলা কখনোই খুন হতে পারেনা। অন্ধকারকে আপনি কখনোই তাড়াতে পারবেননা আরো অন্ধকার দিয়ে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সূর্য যখন উদিত হয় তখন ধীরে ধীরে দুনিয়া আলোকিত হয়। বদ্ধ ঘরের ভিতর একটা ১০০ ওয়াটের লাইট জালিয়ে আপনি কখনোই সেই আলো কিংবা উষ্ণতা অনুভব করতে পারবেনা যে উষ্ণতা আপনি সূর্যের কাছে থেকে পাবেন। প্রকৃতির কাছ থেকে এখনো আমাদের অনেক কিছুই শেখার আছে।