অনলাইনে নিরাপদ থাকুন মেয়েরা
দেশে ক্রমশই বাড়ছে সাইবার ক্রাইম। আর এর প্রধান শিকার হচ্ছেন মেয়েরা।বিশেষ করে ফেসবুকে রিয়েল ফটো আপলোড করে মেয়েদের ফেইক একাউন্ট খুলার পরিমান দিন দিন যেন বেড়েই চলছে।পরিনামে ভেসে আছে দাম্পত্য কলহ থেকে শুরু করে পারিবারীক অশান্তি এবং আত্মহত্যা।অথচ সামান্য কিছু টিপস মেনে চললেই অনলাইনে নিরাপদ থাকতে পারেন মেয়েরা। চলুন একনজর দেখে নেই সেই টিপসগুলো-
১. অনলাইনে ভুলেও কখনো নিজের রিয়েল ফটো আপলোড কিংবা কারো সাথে শেয়ার করতে যাবেন না।
২. অপরিচিত কোন ছেলেকে ফ্রেন্ড হিসাবে নিজের একাউন্টে এড না করাই উত্তম।
৩. নিজের পারসোনাল ইনফোরমেশনগুলো যেমন বাসার অবস্থান, মোবাইল নাম্বার ইত্যাদি অনলাইনে কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকবেন।
৪. অপরিচিত কারো মেসেজের রিপ্লাই দিতে যাবেন না।
৫. অন্য মেয়ের একাউন্ট থেকে আসা ফ্রেন্ড রিকুয়েষ্ট হতে সাবধান। কেননা অধিকাংশ ছেলেরাই মেয়েদের নামে ফেইক একাউন্ট ব্যবহার করে থাকে যা হতে পারে আপনার পরিচিত মেয়ের ফেইক একাউন্ট।
৬. যথা সম্ভব আপনার নিজের ইমেইল আইডিটি হাইড করে রাখুন এবং অপরিচিত কারো সাথে ভুলেও এটা শেয়ার করতে যাবেন না।
৭. অনলাইনে নিজের একাউন্টের পাসওয়ার্ড হিসাবে কখনোই আপনার মোবাইল নাম্বার ব্যবহার করবেন না।
৮. বাংলাদেশী কোন সাইটে কোন একাউন্ট খুলার সময় নিজের রিয়েল ইনফোরমেশন না দেওয়াই উত্তম। কেননা এই সাইটগুলো পরবর্তীতে যেকোন সময় যে কারো কাছে আপনার ইনফোরমেশনগুলো বিক্রি করতে পারে।
অনেকেই ভাবছেন ফ্রেন্ড অনলি অপশন দিয়ে ইনফোরমেশনগুলো শেয়ার করলেই তো হয়। কিন্তু না এটা সাময়িক সমাধান। দেখা যায় এই ফ্রেন্ডরাই একসময় আপনার সর্বনাশের কারন হয়ে দাড়ায়। কেননা আপনি যে ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করছেন সে যে আপনার সাথে প্রতারনা করবেনা কিংবা তার একাউন্ট যে হ্যাক হবেন না সেটারই বা নিশ্চয়তা কি।