আমার সাজেক ট্যুর প্ল্যান
৪ অক্টোবর ১৭ বুধবার: সিলেট থেকে ঢাকা
অফিস করে রাতের বাসে ঢাকা চলে যাওয়া।
বাস: ইউনিক নন এসি
খাবার: রাতের খাবার অফিসে খেয়ে নিব।
সাথে থাকবে: পানি এবং কমলা।
৫ অক্টোবর বৃহস্পতিবার: যাত্রা শুরু ঢাকা থেকে
হোটেল অফিস করা।
খাবার:
সকালের নাস্তা: মতিঝিল রেস্টুরেন্ট
দুপুরের খাবার: মতিঝিল রেস্টুরেন্ট
রাতের খাবার: লাঞ্চ ব্রেকে গিয়ে বিরিয়ানি নিয়ে আসা।
রাত ১০টার বাসে করে যাত্রা শুরু
খাবার: পানি এবং কমলা সাথে রাখা
৬ অক্টোবর শুক্রবার: ১ম দিন
অফসিক নেওয়া
ভোরে খাগড়াছড়ি নেমে জীপ নিয়ে বাঘাইহাট। আর্মি এস্কর্টের সাথে সাজেক।
দেখবো:
হাজাছড়া ঝর্ণা
সাজেক
খাবার:
সকালের নাস্তা খাগড়াছড়ি
দুপুরের খাবার মেঘমাচাং এ
রাতে বারবিকিউ
৭ অক্টোবর শনিবার: ২য় দিন
ভোরে সব কিছু দেখে আবার আর্মি এস্কর্টের সাথে খাগড়াছড়ি। তারপর রাতের বাসে ঢাকার উদ্দেশ্য রওয়ানা।
দেখবো:
ভোরের সাজেক
রিসাং ঝর্ণা
আলু টিলা গুহা
খাবার:
সকালের নাস্তা: মেঘমাচাং
দুপুরের খাবার: আধিবাসী রেস্টুরেন্ট
রাতের খাবার: আদিবাসি রেস্টুরেন্ট
৮ অক্টোবর রবিবার: যাত্রা শেষ
ভোরে ঢাকা পৌছানো।
হোটেলে একটু ঘুমিয়ে তারপর নাস্তা করে প্রয়োজনিয় কাজ সেরে নিব।
হার্ডডিস্ক অন্য জায়গায় দিয়ে আসা
ল্যাপটপের জন্য ব্যাটারি কিনা
খাবার:
সকালের নাস্তা: মতিঝিল রেস্টুরেন্ট
দুপুরের খাবার: মতিঝিল রেস্টুরেন্ট
রাতের খাবার: লাঞ্চ ব্রেকে গিয়ে বিরিয়ানি নিয়ে আসা।
৯ অক্টোবর সোমবার:
পারাবতে সিলেট চলে আসা।
কাপড় সেকশন:
যখন যা লাগবে:
৫ অক্টোবর: মোবাইল পেন্ট - টি-শার্ট
৬ অক্টোবর: মোবাইল পেন্ট, টি-শার্ট
৭ অক্টোবর: মোবাইল পেন্ট - টি-শার্ট
৮ অক্টোবর: মোবাইল পেন্ট - টি-শার্ট
৯ অক্টোবর: মোবাইল পেন্ট - টি-শার্ট
কাপড় যা সাথে নিব:
মোবাইল পেন্ট - ২টা
টি শার্ট - ৩টা
থ্রি কোয়াটার - ১টা
লুঙ্গি - ১টা
গামছা - ১টা
ঘুমানো জন্য: ট্রাউজার প্লাস নরমাল টিশার্ট ১ সেট
জুতা: ট্র্যাভেলিং স্যান্ডেল
আরো যা সাথে থাকবে:
১. রোদ চশমা
২. রেইনকোর্ট
৩. জুতা পালিশ
৪. পারফিউম
৫. মোবাইল চার্জার + পাওয়ার ব্যাংক
৬. টিস্যু
৭. সাবান
৮. শ্যাম্পু মিনি প্যাক
৯. এডোমস
১০. পেষ্ট-ব্রাশ
১১. চিরুনী
১২. গ্যাসের ট্যাবলেট, প্যারসিটামল, রাইনাজল, স্টিমিটিল, এন্ডভার
১৩. ল্যাপটপ, চার্জার, ইন্টারনেটওয়ালা মোবাইল, মাউস
১৪. ক্যামেরা, চার্জার
১৫. হেডফোন
১৬. রবি সীম