বাংলার কাশ্মির নিলাদ্রী যেতে
সুনামগজ্ঞ জেলার একদম শেষ মাথায় ইন্ডিয়া সীমান্তবর্তী ছবির মতো সুন্দর একটি গ্রামের নাম টেকেরঘাট। বিশাল বিশাল পাহাড় তার সাথে মেঘের মিতালী আর চোখ জুড়ানো সবুজ পরিবেশ এ যেন অন্য এক জগত। গ্রামের উচু নিচু সবুজে ঘেরা রাস্তায় মোটরবাইকের যাত্রাটা সত্যি রোমাঞ্চকর। যাত্রাপথের এ ধকলটা পুষিয়ে দিতে রয়েছে নিলাদ্রীর নীল শীতল জল। পরিত্যাক্ত চুনা পাথর খনিকে কেন্দ্র করে গড়ে উঠা এ লেকে গা ভাসিয়ে আপনি উপভোগ পৃথিবীর অন্যরকম আরেকটা রুপ।
সিলেট টু কুমারগাঁও বাসস্ট্যান্ড:
সময়: ১৫ মিনিট
গাড়ি: সি.এন.জি
ভাড়া: ১৫ টাকা জনপ্রতি
গাড়ি পাবেন: কিন ব্রিজের নিচ (সুরমা মার্কেট) থেকে।
কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সুনামগজ্ঞ
সময়: ২ঘন্টা
গাড়ি: বিরতীহীন বাস
ভাড়া: ৯০টাকা জনপ্রতি
সুনামগজ্ঞ নতুন ব্রিজ থেকে টেকেরঘাট
বাস যেখানে থামবে তার ঠিক সামনে দেখবেন একটি সুন্দর নতুন ব্রিজ। হ্যাঁ এটাকেই নতুন ব্রিজ বলে। আপনি চাইলে হেটে হেটে ব্রিজ পার হতে পারবেন। ব্রিজের মধ্যভাগে পাবেন কিছু মটরবাইক। ওখান থেকে আপনি যাবার জন্য সাইকেল সিলেক্ট করতে পারেন। অথবা ব্রিজ থেকে পার হয়ে একটু জায়গা এগুলে দেখবেন সারি সারি মটরবাইক রাখা। চাইলে ওখান থেকেও নিতে পারেন। মটরসাইকেল আপনাকে একদম টেকেরঘাটে পৌছে দিবে।
সময়: ১.৩০ ঘন্টা
গাড়ি: মটর বাইক
ভাড়া: ৩০০ এক ডাউন ২ জন।
যাদুকাটা নদী পার হওয়ার জন্য
মটরসাইকেলে টেকেরঘাট যাওয়ার পথে মাঝে যাদুকাট নদী পার হতে হবে।
সময়: ৩ মিনিট
গাড়ি: বড় নৌকা
ভাড়া: ২০ টাকা মটর সাইকেল এবং মানুষ ৩জন
টিপস:
খুব সকালে যেতে হবে যদি আপনি সেখানে সুনামগজ্ঞ বা টেকেরঘাট থাকতে না চান।
সুনামগজ্ঞ বা টেকেরঘাট না থাকাই উত্তম।
খাবার অগ্রীম খেয়ে যাওয়াই ভাল। টেকেরঘাটে ভাল কিছু পাবেননা। অবশ্য নাস্তা ব্যবস্থা রয়েছে।
গ্রামের রাস্তা তাই মটরবাইকেই যেতে হবে। সুতরাং ঝাকুনি সহ্য করতে হবে।
চেষ্টা করবেন বিকালের মধ্যেই সুনামগজ্ঞ চলে আসতে।
মটরসাইকেলে নরমাল রেট হচ্ছে ৩০০ টাকা।
মটর বাইকের জন্য যোগাযোগ করতে পারেন: জাফর -0199449846