জন্ম ও পরিচয়ঃ মাওলানা হাছান কাজিম (র) জকিগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের লাল খা তালুকের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১২৬২ বাংলা মোতাবেক ১৮৫৫ সালে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম আহমদ আলী, দাদার নাম মোহাম্মদ কাজিম মিয়া, নানার নাম শাহ সনজর ইয়েমনি (র) যাকে দ্বিতীয় শাহ সনজর বলা হত । তিনি হযরত শাহজালাল (র) এর অন্যতম সফর সঙ্গী সাহ সনজর ইয়েমনির বংশধর ।
বাল্যকাল ও শিক্ষাঃ তিনি মাতৃহারা ও পিতৃহারা হন মাত্র ৫ বছর বয়সে ১২৬৭ বাংলাইয় মামা মাওলানা ইসমাইল ইয়েমনি (র) এর সঙ্গে পবিত্র মক্কা শরীফ গমণ করেন এবং লেখাপড়া আরম্ভ করেন । তিনি খুব মেধাবী ছিলেন । তিনি সরকারী খরচে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে হাদিস বিভাগে ভর্তি হয়ে পান্ডিত্য অর্জন করেন । অতঃপর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির বিভাগে ভর্তি হয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন । তারপর বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ফিকহ বিভাগে ভর্তি হয়ে সেখান থেকে ডিগ্রী অর্জন করেন ।
কাজী নিয়োগঃ তিনি জেদ্দার কাজী হিসেবে নিয়োগ লাভ করেন । মাওলানা হাছান কাজিম ছাহেব অনারব হয়েও শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধিমত্তা ও মেধার মাধ্যমে আরবে কাজী পদে অধিষ্ঠিত হওয়া সকল অনারব উলামায়ে কেরামের পক্ষে নুতন রেকর্ড ।
বিবাহঃ সরকারী চাকুরীর ছুটিতে তিনি মাঝে মাঝে তিনি দেশে আসেন এবং বিবাহ করেন ।
মাদ্রাসা প্রতিষ্ঠাঃ মাওলানা ছাহেবের উৎসাহে গঙ্গাজলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় । এলাবাসী উক্ত মাদ্রাসার নামকরন করেন- গঙ্গাজল হাসানিয়া মাদ্রাসা ।
ইসলাম প্রচারঃ ১৩২১ বাংলা চাকুরী থেকে অব্যাহতি নিয়ে তিনি জন্মভুমিতে ইসলামী শিক্ষা ও ইসলাম প্রচারে আত্ননিয়োগ করেন ।
ইন্তেকালঃ ১৩২৬ বাংলা মোতাবেক ১৯১১ সালে তিনি মক্কা শরীফে ইন্তেকাল করেন এবং জান্নাতুল মুয়াল্লায় তাকে দাফন করা হয় ।
তথ্যসুত্রঃ জকিগঞ্জের সাবেক থানা নির্বাহী কর্মকর্তা, জনাব আব্দুল হান্নানের লেখা জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নামক বই থেকে নেওয়া ।
তথ্য সংগ্রহ করতে সহযোগিতা করেছেন, হাফিজ রুম্মান আহমদ চৌধুরী, মনসুরপুর, জকিগঞ্জ, সিলেট ।