সংবাদ বাহক, পায়গম্বর । ইহা একবচন; বহুবচনে নাবিয়্যুন এবং আন্বিয়া কুরআনে ব্যবহৃত ।
আবূ উমামা (রাঃ) হইতে বর্নিত হইয়াছে যে, সাহাবী আবূ যার (রাঃ) হযরত মুহাম্মাদ (সঃ) কে জিজ্ঞাসা করেন, "নবীগনের সঙ্খ্যা কত?" তাহাতে তিনি বলেন, "তাহাদের সংখ্যা এক লাখ চব্বিশ হাজার, তাহাদের মধ্যে রাসূলের সংখ্যা ৫১৩ জন । "
— মুসনাদ আহ্মাদ
ইহাদের মধ্যে হযরত আদম (আঃ) প্রথম মানব এবং নবী (মুসনাদ আহ্মাদ) এবং হযরত মুহাম্মদ (সঃ) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী কুরআন মতে প্রত্যেক জাতির নিকট নবী বা রাসূল পথ প্রদর্শকরূপে প্রেরিত হইয়াছিলেন । তাহাদের মধ্যে কয়েকজনের নাম কুরানে উল্লিখিত হইয়াছে এবং বহু সংখ্যক নাম উল্লিখিত হয় নাই নবী রাসূলগনের মধ্যে নূহ (আঃ), ইব্রাহীম (আঃ), মূসা (আঃ), ঈসা (আঃ) এবং মুহাম্মদ (সঃ) প্রধান এবং তাহাদিগকে বিশেষ শারীয়াত দেওয়া হইয়াছিল । কুরআনে উক্ত হইয়াছে
তিনি তোমাদের জন্য সেই ধর্মকে সুগম করিয়া দিয়াচেন, যাহা তিনি নূহ (আঃ) এর প্রতি বিধান করিয়াছিলেন এবং যাহা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি এবং যাহা আমি ইব্রাহীম (আঃ), মূসা (আঃ)ও ঈসা (আঃ) এর প্রতি নির্দেশ দিয়াছিলাম । তাহা এই যে, তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত রাখিবে এবং তাহাতে মতভেদ করিবে না ।
— সূরা ৪২, আয়াত ১৩
তথ্যসূত্র
· সূরাঃ৩৩, আয়াত ৪০
· · সূরা ১৬, আয়াত ৩৬
· · সূরা ৪০, আয়াত ৭৮
· · সূরা ৩৫,আয়াত ২৪
· · সূরা ১৩, আয়াত ৭
· · সূরা ১০, আয়াত ৪৭
· সূরা ৪, আয়াত ১৬৪