সে সময় দিল্লীতে হযরত নিজামউদ্দীন আউলিয়া রহ: খ্যাতি ও সুনাম ছড়িয়ে পরে,এমনি এক সময় ইয়ামন থেকে দিল্লীতে আসেন হযরত শাহজালাল ইয়ামনী রহ:।
১ দিন বাবা নিজামউদ্দীন রহ: একজন মুরীদ তার নিকট গিয়ে বললেন,বাহির হতে একজন দরবেশ এখানে আগমন করেছেন।শুনা যায়,তিনি একজন উচ্চ পর্যায়ের অলী।তার পোশাক-পরিচ্ছেদ দেখে মনেহচ্ছে তিনি আরবীয়।তিনি বিবাহ করেন নাই।উক্ত বৈশিষ্ট্যগুলো শুনার পর বাবা নিজামউদ্দীন রহ: মনে মনে স্থির করলেন,আগুন্তুক দরবেশকে পরীক্ষা করতে হবে,তিনি কি সত্যিই কামেল নাকি কোন ভন্ডামীর আশ্রয় গ্রহন করছেন...?
এদিকে কাশফের মাধ্যমে বাবা শাহজালাল বাবা নিজামউদ্দীনের দ্বিধাধন্ধের ব্যাপারে অবগত হলেন।অবশ্য তিনি কারো নিকট প্রকাশ করলেন না।এদিকে বাবা নিজামউদ্দীন পরীক্ষা করার জন্য মুরীদের মাধ্যমে বাবা শাহজালালের নিকট দাওয়াতী পএ প্রেরন করলেন।বাবা শাহজালাল সেই মুরীদকে একটা কৌটা দিলেন যার ভেতরে ছিল কিছু তুলা আর তার মাঝখানে ছিল এক টুকরা জলন্ত কয়লা।মুরীদ উক্ত কৌটাটি নিয়ে বাবা নিজামউদ্দীন এর হাতে তুলে দিলেন।
এরপর বাবা নিজামউদ্দীন কৌটাটি খুলে দেখলেন একটা জলন্ত কয়লার টুকরা কিন্তু যখন টুকরাটি সরালেন দেখলেন একটা তুলার পশম ও ওই জলন্ত টুকরার আগুনে জ্বলে নি...তিনি নিশ্চিত হলেন যে,এই দরবেশ তদাপেক্ষা ও যোগ্যতর ব্যাক্তি।পরে বাবা নিজামউদ্দীন নিজেই হযরত শাহজালালের কাছে গিয়ে দেখা করলেন।বাবা শাহজালালের চরিএ আর আতিথেয়তা দেখে বাবা নিজামউদ্দীন মুগ্ধ হলেন।দিল্লী থেকে সিলেটে আসার সময় বাবা নিজামউদ্দীন বাবা শাহজালালকে একটি জায়নামাজ এবং একজোড়া কবুতর উপহার দিলেন যা পরবর্তীতে জালালী কবুতর নামে পরিচিতি লাভ করে.....
উল্লেখ্য,বাবা নিজামউদ্দীন ছিলেন বাবা শেখ ফরিদউদ্দীন গঞ্জেশকর রহ: এর মুরীদ আর বাবা শেখ ফরীদ ছিলেন হযরত কুতুবউদ্দীন বখতিয়ার কাকী রহ: এর মুরীদ আর বাবা কুতুবউদ্দীন ছিলেন গরীব নাওয়াজ খাজা মঈনউদ্দীন চিশতী রহ: এর মুরীদ...
অপরদিকে বাবা শাহজালাল ছিলেন আহমদ কবির সোহরাওয়ার্দী রহ: মুরীদ।আহমদ কবির সোহরাওয়ার্দী রহ: ছিলেন শেখ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী রহ: এর মুরীদ আর শেখ শিহাবুদ্দীন ছিলেন হজুর গাউছে আজম আবদুল কাদের জিলানী রহ: এর মুরীদ।
এতে প্রমাণ হয়,এই হিন্দুস্থানে ইসলাম প্রচারে গাউছে পাক রহ: আর গরীব নাওয়াজ রহ: এর সিলসিলার পরবর্তী পীর/মুরীদরাই বেশি অবদান রেখেছিল,যখন ওহাবীদের বাবা আবদুল ওহাব নজদী আর জামাতীদের বাবা আবুল আলা মওদুদী আর সালাফীদের কিং ড.জাকির নালায়েকের দাদারা ও জন্ম নেয় নি..