উত্তরঃ
জি হ্যাঁ, সাহাবায়ে কেরাম (রাঃ) গণ হুযুর পাকের (সঃ) সামনে মিলাদ পালন করেছিলেন এবং হুযুর তা বারণ করেন নি বরং খুশি হয়েছিলেন। যেমন
প্রসিদ্ধ সাহাবী হযরত হাসসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুর জন্য মেম্বার করা হয়। এবং তিনি ঐ মেম্বারে উঠে হুযুরে তারিফ প্রশংসা করে বিভিন্ন শের পাঠ করতেন,এবং হুযুর হাযরাত হাসসানের জন্য দোওয়া করতেন এরুপ ভাবে হে আল্লাহ হাযরাত হাসসানকে তুমি জীব্রাইলের দ্বারা মাদাদ কর
— সহীহ বোখারি ১ম খন্ড ৬৫ পৃঃ