জন্ম ও পরিচয়ঃ হযরত বদল শাহ (র) জকিগঞ্জ থানার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামে জন্মগ্রহণ করেন । বদল শাহ তার ছদ্ম নাম । আসল নাম গোলাম রসুল । তার পিতার নাম মোহাম্মদ সলিম ।
আধ্যাত্মিক জীবনঃ বদল শাহের আধ্যাত্মিক পরিপূর্ণতার অর্জনের বিষয়ে বহু কিংবদন্তী এখনো প্রচলিত আছে। শোনা যায় বাল্যকালে বদল শাহ যখন খুব ছোট তখন মায়েরসাথে কুশিয়ারা নদী নৌকায় যাচ্ছিলেন । নৌকা ডুবে যায় । মা শিশু বদল শাহকে নদীর পানিতে হারিয়ে নদীর পাড়ে উঠে যান । দুঃখ আর অনুশোচনা নিয়ে মা কদছিলেন নদীর পাড়ে বসে । বেশ কিছুক্ষণ পর শিশু বদল শাহ এক জেলের নৌকার ধরা পড়েন এবং দৈবক্রমে বেচে যান । বদল শাহ ছিলেন এক আনমনা আত্মভোলা সাধক । তিনি বদল বদল উচ্চারণ করে বেড়াতেন । তাই সকলে তাকে বদল শাহ বলে ডাকতেন । বদল শাহের জীবনের একটি চাঞ্চলকর ঘটনা তাকে একজন কামেল দরবেশ হিসেবে সুপরিচিত করে তুলে । তিনি তার নিজ গ্রাম থেকে চার মেইল দুরবর্তী এতিছা নগর গ্রামে যান । এতিছা নগর গ্রামে ফিরোজ আলী নামক জৈনক ব্যক্তির বাড়িতে উঠেন । ফিরোজ আলী ছিলেন স্থানীয় এ হিন্দু জমিদারের প্রজা । খাজনা পরিশোধ না করার কারণে ফিরোজ আলীর উপর জমিদার খুব ক্ষ্যাপা ছিল । বদল শাহ ফিরোজ আলীর বাড়ীতে উঠায় ফিরোজ আলী এই বাড়ি ত্যাগ করে চলে যায় । ফিরোজ আলী তার বাড়ী ছেড়ে যাওয়ার কথা জমিদারকে জানায় আর বলে আপনার বাড়ী বদল সাহ নামক পাগল দরবেশ দখল করে আছে । জমিদার বদল শাহকে বাড়ী ছেড়ে যাওয়ার কথা বলে কিন্তু বদল শাহ প্রত্যাখান করেন । বদল শাহের উপর জমিদার করিমগঞ্জ কোর্টে মামলা করে। বদল শাহকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় । হাজার হাজার লোক বদল শাহের অনুগামী হন । বপদল সাহকে কোর্টে হাজির করা হয় । কোর্ট পাঙ্গনে তিল ধারণের জায়গা নেই । বদল শাহকে কোর্টে হাজির করার পর মামলার নথি পাওয়া গেলনা । পরিশেষে তাকে ছেড়ে দেওয়া হল । জমিদার আর সেই বাড়ী থেকে সরানো চেষ্ঠা ক্রেনি । জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই বাড়ীতে বসবাস করেন ।
বিবাহঃ বদল (র) বিয়ে করেছিলেন কিন্তু তার কোন পুত্র কন্যা ছিলেননা । তার ভাতিজার পুত্র ও উত্তরাধীকারিরা এখন বেচে আছেন ।
রচনাঃ বদল শাহ (র) ছিলেন একজন মরমী কবি । তার রচিত রাগ নিম্মে তুলে ধরা হলঃ
তারা হইয়া দিনের নাথ আমার সকুল ওকানাইরে
আজ আমার চিন্তার বারতে যায় দিন ।
আর পহেলা ভাবিয়া দেখ আছইন কালা চানদ
আসমান থাকিয়া কালায় জমিনে লাগাইন ফানদরে ।
আর ফাতিমার কান্দনেরে তাম্বায় পড়িল খিল
আরস থাকি দিনের নাথ চমকিয়া উঠিলরে ।
অন্যান্য মরমী সাধকের মত তার রাগের ভাব ও সুর একই । স্রষ্ঠার সান্নিধ্যে মিলনের আকাঙ্ক্ষা ও পরকাল ভীতি তার সমগ্র রচনা জুড়ে বহুবার প্রকাশ ঘটে ।
ইন্তেকালঃ বদল শাহ প্রায় একশ বছর জীবিত থাকার পর ইন্তেকাল করেন ।
তথ্যসুত্রঃ জকিগঞ্জের সাবেক থানা নির্বাহী কর্মকর্তা, জনাব আব্দুল হান্নানের লিখা জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নামক বই থেকে নেওয়া ।
তথ্য সংগ্রহ করতে সযোগিতা করেছেনঃ হাফিজ রুম্মান আহমদ চৌধুরী, মনসুরপুর, জকিগঞ্জ, সিলেট ।