উত্তর জানতে এই দুটি বিষয় লক্ষ্য করুন
যদি তিনি হিন্দু ধর্মীয় গ্রন্থকে আল্লাহ তা’আলা এর বাণী হিসেবে ঘোষণা দেন তবে তাকে কাদিয়ানীদের মত স্বীকার করতে হবে রাম, কৃষ্ণ, বুদ্ধা, অশোক ও গুরু নানক সবাই নবী ছিলেন এবং কালকি আভাটর হলেন সর্বশেষ নবী। (নাউজুবিল্লাহ মিন জালিক)
কাদিয়ানীরা মুসলিম বিশ্বে ইসলামের বহির্ভূত হিসেবে গণ্য করা হয়। এটা জাকির নায়িকের জন্য খুবই বিপদজনক তার কাদিয়ানী বিশ্বাস প্রকাশ্যে ঘোষণা দিয়া কারণ মুসলিম সমাজে তা তার জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। তিনি খুব ভালভাবেই জানেন তার এই গোপন কাদিয়ানী বিশ্বাস জনসম্মুখে ঘোষণা দিলে কি হবে।
এটি সত্যিই খুবই উৎকণ্ঠার ব্যাপার যে, জাকির নায়েক হিন্দুদের ধর্মীয়গ্রন্থকে আল্লাহ পাকের পাক কালাম বলে উল্লেখ করছেন ।
ফেইসবুকে তাঁর ভক্তের সংখ্যা লাখের উপরে । তাঁর দ্বারা পরিচালিত সংস্থার সংখ্যা এখন শুধুমাত্র ভারতেই কয়েকশ'তে গিয়ে পৌছেছে; আর ভারতের বাহিরে তো আছেই । সালাফী দাওয়াতের কার্যক্রম চলছে প্রতিষ্ঠান পরিচালিত স্কুল এবং কলেজগুলোতেও । সালাফী পিস্ টিভি এখন চলছে ইংরেজী, উর্দু এবং বাংলা ভাষায় এবং এটা খুব সহজেই বলা যায় যে সালাফিজমকে এখন সর্বত্র ছড়িয়ে দিতে জাকির নায়েকের প্রচারমাধ্যম এখন বিশ্বে এক নম্বরে রয়েছে । জাকির নায়েকের অনুগতদের ডাকা হচ্ছে 'জাকিরি সালাফি' নামে । সুতরাং এটা প্রমানিত যে নব্য সৃষ্ট এই সালাফি শাখার মূল জনক এখন তিনিই ।
তথ্যসূত্র
· muhammadworldscriptures1st/muhammadworldscriptures1st.shtml
· · muhammadworldscriptures1pk/muhammadworldscriptures1pk.shtml
· · muhammadworldscriptures3/muhammadworldscriptures3.shtml
· · Zakir-Naik-s-Qadiyani-source-for-research
· · muhammadworldscriptures2/muhammadworldscriptures2.shtml
· · muhammadworldscriptures1usa/muhammadworldscriptures1usa.shtml
· http://www.cifiaonline.com/Dr.%20Naik%27s%20Qadiyani%20connection.docx