১। কাজের ফলাফল তো নিয়ত অনুযায়ী।- বুখারী, মুসলিম।
২। মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটিদাবী। যথাঃ
ক) সালামের জবাব দেওয়া (খ) রোগীর দেখাশুনা করা, (গ) জানাজার পেছনে যাওয়া,
(ঘ) দাওয়াত গ্রহণ করা এবং (ঙ) (ইয়ারহামুকাল্লাহ বলিয়া) হাঁচির জবাব দেওয়া। -বুখারী, মুসলিম ।
৩। যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তাহার প্রতি দয়া করেন না। - বুখারী, মুসলিম।
৪। পরনিন্দাকারী বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। - বুখারী, মুসলিম।
৫। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে দাখিল হইতে পারিবেন না। - বুখারী, মুসলিম।
৬। অত্যাচার কিয়ামতের দিন সমূহে অন্ধকারের কারণ হইবে। - বুখারী, মুসলিম।
৭। গোড়ালীর যে অংশ (গর্বভরে) পাজামার নীচে থাকে তাহা দোজখে জ্বলিবে। - বুখারী, মুসলিম।
৮। প্রকৃত মুলমান সে-ই যাহার জিহবা ও হাত হইতে অন্য মুসলমান নিরাপদ। - বুখারী, মুসলিম।
৯। যে ব্যক্তির স্বভাবে নম্রতা নাই সে সর্বপ্রকার কল্যাণ হইতে বঞ্চিত। - মুসলিম।
১০। মল্লযুদ্ধে যে প্রতিপক্ষকে পরাজিত করে সে বীর নয়, প্রকৃত বীর সে-ই যে রোগের সময় আপন প্রবৃত্তিকে বশে রাখে। - বুখারী, মুসলিম।
১১। যখন তুমি লজ্জা ত্যাগ করিবে, তখন যাহা ইচ্ছা তাহাই করিতে পার। - বুখারী, মুসলিম।
১২। নিয়মিত আমলই আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, কম হইলেও - বুখারী, মুসলিম।
১৩। যে ঘরে কুুকুর বা মূর্তি আছে সে ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করেন না। - বুখারী, মুসলিম।
১৪। তোমাদের মধ্যে সেই লোকই আমার অধিকতর প্রিয়, যে অধিকতর চরিত্রবান। - বুখারী, মুসলিম।
১৫। দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য স্বর্গ। - বুখারী, মুসলিম।
১৬। মুমিনের জন্য তাঁহার মুমিন ভাই-এর সঙ্গে সম্পর্ক ত্যাগ করিয়া তিন দিনের বেশী থাকা বৈধ নহে। - বুখারী, মুসলিম।
১৭। মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। - বুখারী, মুসলিম।
১৮। আত্মার প্রচুর্যই তো প্রকৃত প্রাচুর্য। - বুখারী, মুসলিম।
১৯। দুনিয়াতে এইভাবে থাক যেন তুমি প্রবাসী কিম্বা পথিক। - বুখারী।
২০। মানুষ মিথ্যাবাদী সাব্যস্ত হইবার জন্য ইহাই যথেষ্ট যে, সে যাহা শুনে
(যাচাই না করিয়া) তাহাই বলিয়া বেড়ায়। - বুখারী।
২১। পিতার ভ্রাতা পিতৃ সমতুল্য। - বুখারী, মুসলিম।
২২। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ্ তাহার দোষ গোপন রাখিবেন। - বুখারী, মুসলিম।
২৩। সে-ই তো সফলকাম যে ইসলাম গ্রহণ করিয়াছে, রিজিক পাইয়াছে
প্রয়োজনমত এবং সন্তুষ্ট হইয়াছে আল্লাহ্ তাআলার দানের উপর। - মুসলিম।
২৪। চিত্রকর কিয়ামতের দিন সকলের চাইতে অধিক শাস্তি ভোগ করিবে।- বুখারী, মুসলিম
২৫। মুসলমান মুসলমানের ভাই। - মুসলিম।
২৬। কোন বান্দাই প্রকৃত মুমিন হইতে পারিবে না, যতক্ষণ না সে অন্য মুসলমান ভাইয়ের
জন্য সেই জিনিস পছন্দ করে যাহা নিজের জন্য পছন্দ করে। - বুখারী, মুসলিম।
২৭। যে লোকের প্রতিবেশী তাহার ফ্যাসাদ হইতে নিরাপদ নয় সে বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। -মুসলিম।
২৮। আমি নবীদের শেষ, আমার পর কোন নবী নাই। - বুখারী, মুসলিম।
২৯। তোমরা পরস্পরে সম্পর্কচ্ছেদ করিও না, গীবত করিওনা, শত্র“তা করিও না, হিংসা করিও না। আল্লাহর দাস হিসাবে তোমরা ভাই ভাই হইয়া যাও। - বুখারী।
৩০। কেহ ইসলাম গ্রহণ করিলে উহা তাহার পূর্বের পাপরাশি মিটাইয়া দেয় এবং হিজরত উহার পূর্বের পাপরাশি মিটাইয়া দেয়, আর হজ্ব ও উহার পূর্বের পাপরাশি মিটাইয়া দেয়। -মিশকাত
৩১। আল্লাহর সহিত শরিক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায় হত্যা করা ও মিথ্যা স্বাক্ষ্য দেওয়া কবিরা গোনাহ্। - বুখারী, মুসলিম।
৩২। যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার একটি বিপদ দুর করিবে, কিয়ামতের দিন আল্লাহ্
তাহার বিপদ সমূহ দুর করিবেন। আর যে ব্যক্তি কোন গরীবের প্রয়োজন সহজ করিবে, আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে তাহার প্রয়োজন লাঘব করিবেন । আর যে কেহ কোন মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ্ দুনিয়া ওআখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন। আল্লাহ্ বান্দার সাহায্য কারী-যতক্ষণ বান্দা তাহার ভাইয়ের সাহায্যকারী থাকে। -মুসলিম।
৩৩। ঝগড়াটে ব্যক্তিই আল্লাহ্র নিকট অধিক ক্রোধের পাত্র । - বুখারী, মুসলিম।
৩৪। ধর্মে সকল নূতন আবিস্কার পথভ্রষ্টতা বা গোমরাহি। - বুখারী, মুসলিম।
৩৫। পবিত্রতা ঈমানের অঙ্গ। - মুসলিম।
৩৬। আল্লাহর নিকট অধিকতর পছন্দনীয় স্থান মসজিদসমূহ। -মুসলিম।
৩৭। কবরগুলিকে তোমরা সিজদার স্থান বানাইও না। -মুসলিম।
৩৮। নামাযে তোমাদের কাতার সোজা কর, নচেৎ আল্লাহ্ তোমাদের অন্তরে মতভেদ ঢালিয়া দিবেন। - বুখারী, মুসলিম।
৩৯। যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ্ তাহার উপর দশবার রহমত নাযিল করেন। -বুখারী।
৪০। কাজের সফলতা তো নির্ভর করে পরিনামের উপর। - বুখারী, মুসলিম।