উম্মতদের জন্য হুযুর আগমন ও প্রস্থান দুই-ই এক,
হযরত আব্দুল্লাহ্ বিন মাসউদ (রাঃ) বর্ননা করেছেন হুযুর (সঃ) বলেছেন আমার প্রকাশ্য জিন্দেগী এবং আমার বেসাল দুই-ই তোমাদের জন্য উত্তম ।
— শেফা শরীফ ২য় খন্ড ১৯ পৃঃ
অপর স্থানে এর হিকমত প্রসঙ্গে বণীর্ত হয়েছে
যখন আল্লাহ তায়ালা কোন উম্মতের উপর নিজের খাস করম করতে চান তখন সেই উম্মতের মধ্য থেকে নবীকে বেসাল করিয়ে নেন, এবং তিনি ওই উম্মাতের জন্য শাফায়াতের মাধ্যম হয়ে যান।
— মুসলিম শরীফ
এ ছাড়াও তাঁর বেসাল এমনটি নয় যে উম্মতের সাথে উনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে বরং উনার ফায়জানে নবুওত ক্বিয়ামত পযন্ত জারী থাকবে এবং তাঁর বারযাখী জিন্দেগী দুনীয়াবী জিন্দেগী হতে অধিক হায়াতের মালিক । যেমন ভাবে মোল্লা আলী ক্বারী (রহঃ) বনর্না করেছেন
এখানে না মওত না ওফাত বরং এক অবস্থান থেকে অন্য অবস্থায় গমন ।