আল-কুরআন আল্লাহর কালাম, মুসলিমগণের পবিত্র গ্রন্থ । হযরত মুহাম্মাদ (সঃ) এর উপর অবতীর্ন ওহী(প্রত্যাদেশ) সমূহ ইহাতে সুনির্দিষ্ট আকারে লিপিবদ্ধ হইয়াছে । কুরআন শব্দটি'কারাআ' শব্দ থেকে উৎপত্তি যার অর্থ পাঠ করা, আবৃত্তি করা । শরীয়াতের পরিভাষায় কুরআন বলিতে সাধারনত হযরত মুহাম্মদ (সঃ) এর উপর অবতীর্ন ওহী সমষ্টিকে বুঝায়, তবে কুরআন শব্দটি রাসূল (সঃ) এর উপর অবতীর্ন পৃথক পৃথক ওহী সমন্ধে অথবা খন্ডে খন্ডে অবতীর্ন আল্লাহর ওহীর সম্বন্ধে সাদারনভাবে বলা হইয়াছে; উহা তিনি আল্লাহর নিকট হইতে প্রাপ্ত হইয়াছেন