আমরা শামসুল উলামা ফুলতলী ছাহেব (রহ:) কে ক্বিবলাহ বলি কেন? প্রায়ই সময় আমাদের প্রশ্ন করা হয় আমরা শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব (রহ:) কে ক্বিবলাহ বলি কেন? জেনে নিন !!!! বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামী'র বাবুল কিবলা অধ্যায়ে ৫ টি অর্থে কিবলাহ এর ব্যবহার করা হয়েছে,,,,, ১. দুনিয়ার সৃষ্ট সব কিছুর কিবলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।২. আল্লাহ ছাড়া সকল মাখ্লুকাতের কিবলাহ হচ্ছেন রাসুল (সাঃ)৩. নামাজের কিবলাহ হচ্ছে বায়তুল্লাহ।৪. দোয়ার কিবলাহ হচ্ছে আসমান।৫. মুর্শিদের অন্তর হচ্ছে তার মুরিদের জন্য কিবলাহ।