উত্তরঃ
হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ তায়ালার তরফ হতে নেয়ামাত প্রাপ্তির উদ্দেশ্যে খুশি মানানোর হুকুম বিদ্যমান । আর নবী পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম হলেন আল্লার তরফ হতে উম্মতের জন্য শ্রেষ্ঠ নেয়ামত, তাই হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের আগমন উদ্দেশ্যে খুশি মানানো প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক । ১.সুরা ইউনুস ১১ পারা ৫৮ নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ
হে হাবিব (সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম) আপনি বলে দিন, মুসলমানগণ যেন আল্লার নেয়ামত ও রহমত পাওয়ার কারনে যেন খুশি মানায়,যা তাদের যাবতীয় সম্পদ হতে উত্তম
তফসীরে রুহুল মা'আনীতে উক্ত আয়াতের “ফযল ও রহমত” শব্দ দ্বয়ের অর্থে হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে । ২.সুরা দোহায় আল্লাহ ইরশাদ করেন
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
আল্লাহর তরফ হতে প্রাপ্ত নেয়ামতের খুব চর্চা কর
অত এব , এটা প্রমাণ হল যে, হুযুর পাকের শুভাগমন বান্দাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত আর সেই উদ্দ্যেশে খুশি মানানো প্রকৃতপক্ষে আল্লাহর হুকুম পালন করা,আর এর বিরোধিতা বা অমান্য করা মানে প্রকৃত পক্ষে আল্লাহর হুকুমের অমান্য করা ।