উত্তরঃ
রসুলে আকরাম সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম মোবারক ১২ ই রবিউল আওয়াল তারিখে হয়েছিল ।
ইমাম আবু বকর বিন আবি সাঈবা বর্ননা করেছেন যা আম্মান হতে বণির্ত তিনি সাঈদ বিন মিনার হতে বর্ননা করেছেন যা হযরত জাবের এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বণির্ত হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম হস্তির বছর ১২ ই রবিউল আওয়াল তারিখে সোম বারের দিন হয়েছিল ।
— সিরাতুন নবুবিয়াহ ইবনে কাসির ১ম খন্ড ১৯৯ পৃঃ,আল বেদায়া ওয়ান নেহায়া ২য় খন্ড ২৬০ পৃঃ
ইমাম ইবনে জারীর তাবরাণীর মন্তব্যঃ
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম রবিউল আওয়ালের ১২ তারিখে হস্তির বছর হয়েছিল ।
— তারিখে তাবারী ২য় খন্ড ১২৫ পৃঃ
মোহাম্মদ বিন ইসাহক্ব ও ইমাম ইবনে হেশামের মন্তব্যঃ
ইমাম ইবনে হেশাম মোহাম্মদ বিন ইসহাক্ব হতে নকল করে বলেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলায়হে ওয়া সাল্লামের জন্ম মোবারক ১২ ই রবিউল আওয়াল শরীফে হস্তীর বছর হয়েছিল ।
— আসসিরাতুন নবুবিয়াহ ১ম খন্ড ১৮১ পৃঃ
মোহাম্মদ ইবনে জওযীর মন্তব্যঃ
মোহাদ্দীস ইবনে জওযী লিখেছেন যা ইমাম ইবনে ইসহাক্ব বণর্না করেছেন হুযুর সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম সোমবারের দিন রবিউল আওয়াল মাসে হস্তী বছর হয়েছিল ।
— আল ওফা ১ম খন্ড ৯০ পৃঃ,সাব লুলহুদা অয়ার রসাদ ১ম খন্ড ৩৩৪ পৃঃ
আল্লামা ইবনে খালদুনঃ
তিনি বনর্ণা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম হস্তীর বছর ১২ ই রবিউল আওয়ালে হয়েছিল ।
হাফিজ ইবনে ফাতাহ আশ শাফেয়ী মন্তব্য
ইমাম ইবনে ফাতাহ বর্ননা করেছেন আমাদের সর্দার এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম এর জন্ম মোবারক সোমবারের দিন ১২ ই রবিউল আওয়াল তারিখে হস্তীর বছর হয়েছিল ।
— উ উন আল আসার ১ম খন্ড ২৬ পৃঃ
ইবনে হাজার মাক্বী
ইমাম ইবনে হাজার মাক্বী আলায়হে রহমা বর্ননা করেছেন হুযুর সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম সোমবার রাত্রে রবিউল আওয়ালের ১২ তারিখে হয়েছিল ।
— আন নেমাতুল কুবরা ২০২ পৃ
ইমাম হাকিমঃ
ইমাম মাগাজী মোহাম্মাদ বিন ইসাহক্ব হতে বনর্ণা ক রেছেন হুযুর সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম রবিউল আওয়ালের ১২ তারিখে হয়েছিল ।
ইমাম বুরহানুদ্দীন হালাবীঃ
ইমাম বুরহানুদ্দীন হালাবী বর্ণনা করেছেন হযরত সাঈদ বিন মুসায়েব হতে বর্নিত হুযুর সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম রাত ও দিনের মধ্যবর্তী সময়ে রবিউল আওয়ালের ১২ তারিখে জন্মেছিলেন ।
— সিরাতুল হালাবীয়া ১ম খন্ড ৫৭ পৃঃ
ইমাম বায়হাক্বীঃ
প্রসিদ্ধ মোহাদ্দেস ইমাম বায়হাক্বী লিখেছেন
হুযুর সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লাম সোমবারের দিনে ১২ ই রবিউল আওয়ালে জন্মগ্রহন করেছিলেন ।
— দালায়েলুল নবুওত ১ম খন্ড ৭৪ পৃঃ
ইমাম ইবনে হাব্বানঃ
ইমাম ইবনে হাব্বান বর্ননা করেছন হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম হস্তীর বছর সোমবারের দিন ১২ ই রবিউল আওয়ালে হয়েছিল।
— সিরাতুন নবুবীয়া ৪ থ খন্ড ৩৩ পৃঃ
ইমাম সাখাবীঃ
হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হে ওয়া সাল্লামের জন্ম হস্তীর বছর সোমবারের দিন ১২ ই রবিউল আওয়ালে ফজরের সময় হয়েছিল ।
ইবনে কাসীরঃ
শারহে মোওয়াহিবের মধ্যে ইবনে কাসীর হতে বর্নিত অধিকাংশ ওলামার নিকট ১২ই রবিউল আওয়াল তারিখ ই প্রশিদ্ধ ।