পরিচয়ঃ আল্লাহপাকের এক মজ্জুব ওলীর নাম হযরত মকবুল শাহ (র) । তার বাড়ী জকিগঞ্জ উপজেলার দর্গাবাহার পুর গ্রামে । এর থেকে আর বেশী কিছু জানা সম্ভব হয়নি ।
কারামতঃ ১. একদা এক জায়গায় তিনি কয়েকটি খুটি পুতলেন, আর রাস্তা রাস্তা বলে চিৎকার করলেন । পরে সেই যাওয়া দিয়ে রাস্তা হয়েছে ।
২. একদা তার এক মেয়েকে তিনি বললেন তুমি কি চাও দুনিয়া না আখিরাত? তার মেয়ে নিশ্চুপ থাকলেন । তিনি তার মেয়ের উদ্দোশ্যে বললেন তুমি জীবনে অনেক কষ্ঠ করবে । তোমার পাচ মেয়ে আর এক ছেলে জন্মগ্রহণ করবে । ছেলে তোমাকে ছেড়ে চলে যাবে । তার এই ভবিষ্যৎ অক্ষরে অক্ষরে মিলেছে । তার সেই কন্যা অতি কষ্ঠে জীবন অতিবাহিত করতেছেন ।
৩. একদা তিনি কয়েকটি লম্বা গাছের উপর দরি বাধলেন (সিলেটি ভাষায় মাছ ধরার এক ধরণের যন্ত্রের নাম যা বাশ দিয়ে বানানো হয়) । যারা তাকে আল্লাহর ওলী বলে জানেন তারা বললেন নিশ্চয় কিছু ঘটতে যাচ্ছে । আর অন্যরা বলল এটা কি? পরে দেখা গেল এক বন্যা হল যে সময় পানি সেই সব গাছের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল । এরকম আরো অনেক ঘটনা লোক মুখে প্রচলিত আছে ।
ইন্তেকালঃ আল্লাহর এই মকবুল ওলী ১৯৭৩ সালে ইন্তেকাল করেন ।
তথ্য সংগ্রহ করতে সহযোগিতা করেছেনঃ হাফিজ রুম্মান আহমদ চৌধুরী, মনসুরপুর, জকিগঞ্জ, সিলেট ।