দশমাতৃক দৃশ্যাবলি ( উল্টো রথ)
হিমেল বরকত
দশমাতৃক দৃশ্যাবলি ( উল্টো রথ)
হিমেল বরকত
পেলাম যাকে হারাই তাকে পেয়ে,
দূরে যে ফের তার দিকে যাই ধেয়ে।
একূল ওকূল দুকূল ভাঙে স্রোতে
না-পাওয়া সুখ উপুড় হয়ে কাঁদে।
বাউল আঙুল বাজায় যে তাই বাঁশি-
হারিয়ে পেলাম পাওয়ার চেয়ে বেশি।
না-দেখেই আজ অধিক হল দেখা,
না-পাওয়া ঘর স্বপ্নে বাড়ুক একা।
মুখ ফেরালাম চাঁদের বিপরীতে
জোস্না ফুটুক, ফোটে যদি চোখে।