শামীম সুফিয়ান : উপলব্ধি
শামীম সুফিয়ান : উপলব্ধি
উপলব্ধি-১
ভিজতে চাইলেই কি বলো ভিজে ওঠা যায় বৃষ্টি?
পলিথিনে মোড়ানো নকল নাগরিক জীবন…
যেদিকে দৃষ্টি, দেখি আমাদেরই রক্তের ঘ্রাণ,
বুঝতেই পারিনি শা…লা! খুন হয়ে গেছি কখন!
(০১ ডিসেম্বর ২০১৩)
উপলব্ধি-২
কিছু ভ্রুণ বোঝে না প্রাণের স্পন্দন!
কিছু জন্ম পায় না জীবনের স্বাদ-স্বপ্নের কোনো ইঙ্গিত!
গতির গন্তব্য দিগন্ত যখন-
ইঁটচাপায় বেড়ে ওঠে হলুদ ঘাস আর বিষাক্ত বৃশ্চিক।
(১৮ আগস্ট ২০১৩, মিরপুর, ঢাকা)
আন্না কারনিনা (আন্না আর্কাদিয়েভনা)
একটি মাছি বুঁদ হয়ে তার বুকের উপর,
ভোর ভাঙ্গালো আরেক ভ্রমর
পাগলপারা...
উড়ুক উড়ুক ফুলের দোলায় বিকেল
বেলায় আন্না
ট্রেন হতে চায় দুই চেলেরই, বুকে জমাট
কান্না!
কুবের কমপ্লেক্স
সাবলীল পায়রা তুমি দু’খন্ড অবসরে
অথচ পাষাণ-পাথর, হৃদয়েরও শাক্ত মন্দিরে।
ভূমিহীনে যত ঋণ ততই অ-সুখ
শরীর জুড়ে পরে সুদের চাবুক।
রূপালি ইলিশ চোখে পদ্মার জল,
কুবের বিমূঢ় বড় কপিলার ছল।
দু’বেলা বুকের কোনে ডাকে মিয়াবাই,
আমারো দুঃস্বপ্ন দূ...র ময়নাদ্বীপ!
জোনাক জ্বলে
একাশিয়ার শরীর চুঁইয়ে জোনাক ঝরে
জোনাক-বৃষ্টি শিশির ছড়ায় ঘাসের
ডগায়, লতায়-পাতায়...
হৃদয়ে আমার জোনাক জ্বলে, বুকের
ভিতর নৈঃশব্দের ঢাক,
তাপসী হলের গেটের আলোয় আবেগী
নিঃশ্বাস...
হায়রে তুমি মেঘের আঁড়ে কল্পনা বিশ্বাস!
ভাঙ্গা চাঁদ
মাঝ রাত, ভাঙ্গা চাঁদ, পুলকিত হারুন!
ফুল কাঁপে, দুল কাঁপে - দ্যাখ বউ দ্যাখ!
...অস্ফুট শিৎকার - দারুণ!
বহুদিন হেঁটে যায়...ঝাপসা সে চাঁদ,
আবার মুচকী হাসে জোনাকীর রাত:
হারুনের কাঁপে বুক - বৃষ্টির মা!
ভূত দেখে বউ তার - ঢং!...আহ্হা!
নুন পুড়ে নোনাজল সাগরে নিথর,
পূর্ণিমা চাঁদ খয়ে বাঁকা,
একটি ভাঙ্গা চাঁদ ফুলে দূলে শিৎকারে
হারুনের হৃদে থাকে আঁকা।