প্রেতময়তা
দুখু সুমন
প্রেতময়তা
দুখু সুমন
ভর সন্ধ্যায় প্রেত নেমে আসে
নির্জনতার আঁধার জুড়ে
ক্রমশই তুমি সরে যাও
দূর থেকে আরও দূরে
প্রেত নেমে এই মৃতের শহরে!
যেখানে বিষণ্ণ মন
যন্ত্রণাদগ্ধ শরীর কথা কয়
নিঃসঙ্গ বেদনার তালে
হাড়গুঁড়ো এই পাঁজরের ভাঁজে
প্রেত নেমে আসে বুকের গভীরে!
ক্লান্ত দিন আর মাতাল রাতের
নিকষ কালো অন্ধকারে
প্রেত নেমে আসে বুকের পাঁজরে
রঙ্গিন খামে মোড়া চিঠি
ভালোবাসার সব ছিন্ন পত্রাবলী
ধুলো জমে পড়ে থাকে অনন্ত
সংবেদনশীলতার মহান পাহাড়ে!
তবু দেখো
তুমি বলে কিছু নেই কোথাও
কেবলি তোমরা
বহুগামী মন আজ আর একা নয়
তোমাদের দেয়া বিষাদের ভিড়ে
তবু সন্ধ্যা এলেই প্রেত নেমে আসে
প্রেত নেমে আসে এই মৃতের শহরে
অনন্ত তৃষ্ণায় জেগে থাকে চাঁদ
আলো আর মেঘেদের গভীরে
প্রেত নেমে আসে
প্রেত নেমে আসে
নির্জনতার তুমুল আঁধারে!