কবিতার লিরিকে গদ্যময় দুপুর :
আনোয়ার কামাল
কবিতার লিরিকে গদ্যময় দুপুর :
আনোয়ার কামাল
খুব প্রভাতে মেঘের গর্জনে ঘুম ভেঙে যায়
বুকের মাঝে তুমি ভেবে কোল বালিশে মুখ গুজি
তখন বালিশের সাথে সখ্যতা বেড়ে যায় বালিশের ওম
দেহে ছড়িয়ে পড়ে থাকে ঘুমন্ত অলস শহর
আড়মোড়া ভেঙে ওঠে প্রভাতি সূর্য।
মাথার উপর রোদের ছাদ এসে পড়ে; প্রখর হয় রৌদ্রস্নান
এলোকেশে ছুটে চলে বেসামাল রমণী
ব্যাটারী চালিত রিক্সার হুট ফেলে ধেয়ে যায়
রমনায় অথবা সোহরাওয়ার্দী উদ্যানে।
আমাকে জানান দেয় কবিতার লিরিকে
গদ্যময় দুপুরের অভিসারে একাকী নির্জনে।