গন্ধ ও ঘ্রাণ : অঞ্জন আচার্য
গন্ধ ও ঘ্রাণ : অঞ্জন আচার্য
গন্ধ ও ঘ্রাণের মাঝে খানিকটা তফাত আছে
একটা হাওয়ায় ভাসে--
অন্যটা টেনে নিতে হয় বাতাসের শরীর থেকে।
রোদের আছে গন্ধ--
শীতের নরম চাদর গায়ে বাতাসে বেড়ায়
ছায়ার আছে ঘ্রাণ--
তীব্র তাপে জলের কাছে হাওয়ায় মিলায়
ধুপছায়ায় দাঁড়ালে গন্ধ ও ঘ্রাণের কাঁধে রাখা যায় হাত।