স্বপ্ন-বিলাস
স্বপ্ন-বিলাস
নাঈমুল আলম মিশু
হৃদয় থেকে উপচে পড়া
কিছু স্বপ্নরা--
আজ ঠিকানা খুঁজে বেড়ায়।
হয়তো তোমাদের ব্যস্ততায়;
হয়তো নীরবতার গভীরে;
নয়তো চায়ে চুমুক দেয়া ঠোঁটের কোণে।
কিছু মৃত স্বপ্ন জেগে ওঠে
সুখের প্লাবন আনবে বলে।
তবু তারা ফিরে যায়
তোমাদের মহাশ্মশানে;
যেখানে তোমরা বেঁচে আছ
জীবন্ত লাশ হয়ে।
কিছু স্বপ্নরা নীড় খুঁজে ফিরে
হারিয়ে যাওয়া পাহাড়ী সুরে;
গেরুয়া মাটিতে মিশে থাকা--
কিছু জীবাশ্মের মাঝে।
এক চিলতে রোদ হয়ে
কিছু স্বপ্ন সাজিয়ে রাখে--
গোধূলীর আকাশটাকে।
কিছু স্বপ্ন বেঁচে থাকে হৃদয়ে
তোমাদের ব্যস্ততায়
নাগরিক কোলাহল হয়ে।