মেঘ গড়ালেই রোদ : অলভী সরকার
মেঘ গড়ালেই রোদ : অলভী সরকার
এক পশলা বৃষ্টি হলে
আমার কেমন ঘুম পেয়ে যায় ভোরে,
এক পশলা বৃষ্টি হলে
শুকনো রোদেও মেঘ থমথম করে।
এক পশলায় মেঘ কেটে যায়,
ফুল ঝরে যায়, গন্ধ থাকে বাকি;
পশলা খানেক বৃষ্টি হলেই
সরস্বতী করেন ডাকাডাকি।
এক পশলাÑ দুই পশলাÑ
তিন পশলা বৃষ্টি যেদিন হোলো,
নীলকণ্ঠের ভাঙলো জটা,
গঙ্গানদী বইলো টলোমলো।
এক পশলা বৃষ্টি হলে
রোদ-বিকেলে গাছের ছায়া কাঁপেÑ
বৃষ্টি হলেই মেঘ সরে যায়,
মন পুড়ে যায় প্রখর সৌরতাপে।
রঙমিলান্তি
অলভী সরকার
আমি চেয়েছিলাম, তুমি আমার মতো হও,
তুমি চাইলে, রোজ অবিকল আমিতো মার মতো;
কারো মতোই আমরা দুজন হইনি কখনোই-
ভাগ্য জোরে টিকে গ্যাছে জমজ দু’টি ক্ষত।
স্বয়ম্বরা সহোদরা বিচিত্র নগর,
তোমার হাতে আমার হাতে বিশ্ব চরাচর;
এক ঘায়ে ঘর গুঁড়িয়ে দিলে, দুই ঘায়ে ছারখাড়,
কাটা ঘায়ে নুনের ছিটা- দীর্ঘ অবসর।
দুই মিছিলের ভিন্ন শ্লোগান, রাজার ঘরে নীতি,
পালঙ্কে রোজ ঘুণ খেয়ে যায়, কাঁদেন সরস্বতী।
অর্ধেকটা ক্ষত চিহ্ন তোমার বুকে থাক,
একটা তবু রঙমিলান্তি- ক্ষত চিহ্নের দাগ।