ক্রোধ : খালিদ হাসান তুষার
ক্রোধ : খালিদ হাসান তুষার
শ্বেতাক্ষী
যখন উঠতি কোনো কবি তোমাকে
সম্বোধন করে প্রিয়তমা বলে
আমার পাঁজরের হাড় কেঁপে কেঁপে ওঠে
না- হারানোর ভয়ে নয়
ক্রোধে ।
ভ্রাম্যমান বখাটে যুবক
যখন তোমায় দেখে
তৃপ্তির ঢোক গেলে
বলে; বাহ্ কী সুন্দর !
বাতাসে ওড়ায় শিস ।
ইচ্ছে করে
আমার ইচ্ছে করে তার কণ্ঠনালী ছিঁড়ে
এখনই ছুঁড়ে মারি মাংসাশী শাবকের
পায়ের তলায়
দু-চোখ উপড়ে ফেলি সাইক্লোনের মতো ।
অব্যহৃত আবর্জনার সাথে
পুঁতে ফেলি শহরের নোংরা ডাস্টবিনে
যেন কেউ খুঁজে না পায়
পথের টোকাই ।
ঈশ্বরের বুকে পা তুলে
আমি কেড়ে আনব
তোমার স্বত্তাধিকার
সমস্ত কবিদের ফাঁসি হবে
পার্কের মোড়ে
যারা তোমাকে নিয়ে লিখেছিল কবিতা
বলেছিল, তোমায় ভালবাসি ।
শুধু স্পর্শের প্রতীক্ষায়
প্রিয়তমা ।