বৃদ্ধাঙ্গুল : ইপন শামসুল
বৃদ্ধাঙ্গুল : ইপন শামসুল
বৃদ্ধাঙ্গুল
খঁচিত নকশা
দিতে পারে স্থাবর-অস্থাবর সম্পদ; বন্ধনের স্বীকৃতি-
যে পুরুষ হারিয়েছে বৃদ্ধাঙ্গুল
ভীষণ অনিচ্ছায়-
তারও তো ইচ্ছে আছে...
আজ ভোরে কাটা পরেছে বালিকা
ব্রডগেজ...
আনমনে পাড় হই রোজ
একাধিক বার-
বিবেক কাটা পড়ে না!!!
অদৃশ্য বৃদ্ধাঙ্গুল নাড়ছি শুন্যে
এবং নাড়ছি...
[উৎসুক জনতা নিরবে করছে পর্যবেক্ষণ ]