যাপিত জীবন : উন্মেষ ধর
যাপিত জীবন : উন্মেষ ধর
পরজনমের বিশ্বাস রেখে যেও পাখি,
আরো কিছু অহমিকা পালকের মত ইতস্তত
তারপর উড়ে গেলে ছায়া দেখে পথ চিনে নেবে
সদ্য সাবালকেরা ।
'উড়ে যেও পাখি, উড়ে যেও...'
কিছু বিশ্বাস হাতের চেটোয় নম্র থাকুক-
না হলে বালকেরা ছায়া দেখে ভেবে নেবে,
'পাখি সব তস্করের ঘরে পরিচিত হয়ে ওঠে শুধু'
তাই পাখি পরজনমের বিশ্বাস রেখে যেও,
হাতের চেটোয় দিয়ে যেও আকালের খড় টুকরোটুকু ।