পরিক্রমা : তরুণ গাঙ্গুলী
পরিক্রমা : তরুণ গাঙ্গুলী
হাজার ক্রুশবিদ্ধ যীশু বুকে নিয়ে বেঁচে আছি আজও।
প্রাচীন রোমানসাম্রাজ্যের পতন, ফল অফ বার্লিন,
ট্রাফালগার, টিয়েনানমিন স্কোয়ার,
বসনিয়া-চেচনিয়া, কাবুল-কাশ্মীর-বাগদাদ,
চেঙ্গিস থেকে ফুয়েরার, মুসোলিনী-প্রভাকরণ,
কোটি গলিত শবের দুর্গন্ধ আমার শোণিত ধারায়,
শিরায় উপশিরায়।
পাপ-পূণ্য, স্বর্গ-নরক কল্পনার অলস বিলাস,
সবাই ফস্টাস, আত্মা বিকিয়েছে মেফিস্টোফিলিসের কব্জায়।
শুষে নাও ভোগের সম্ভার, এই তো মাহেন্দ্রক্ষণ,
দামাল দেহে হৃদ নেই, শুধু পিণ্ড পড়ে আছে--
মুহূর্তের অপেক্ষা, শয়তান প্রস্তুত প্রাপ্যের আশায়।
ক্রুসেড বা ধর্মযুদ্ধ পৃথিবীতে হয়নি একটিও-- তাই তো রামচন্দ্র-বিভীষণ, যুধিষ্ঠির-অর্জুনেরা
নীতিযুদ্ধে বারবার পরাজিত-- পর্যুদস্ত রাবণ-মেঘনাদ, কর্ণ -ভীষ্মদের কাছে।
পাঞ্চালী-সীতার লাঞ্ছনায় যারা পেল অমরত্বের সন্ধান,
হীন কূটনীতিতে শকুনিকে অক্লেশে হারায় যে কৃষ্ণ,
সঙ্গত কারণে তারাই আজ নিত্যপূজ্য, শাশ্বত আদর্শ।
জয়ী হতে চাই যে মোরা-- কীভাবে-- অগ্রাহ্য।
তাই বুঝি পূর্ণিমার রূপালী সন্ধ্যায় --