যদি ভুল হয়ে যায় : রোকন জহুর
যদি ভুল হয়ে যায় : রোকন জহুর
যদি ভুল হয়ে যায়
অচেনার ডাকে ফেরাব না
কোন দিন সীমারেখায়
জীবনের কাছে এসেও ফিরে গেছ
অনন্তহীন অসীমে
বারংবার...
প্রকৃতির কাছে অনেক মোহ
বোঝানো যাবে না
সময় বোঝনি- তুমিও নয়
গোলাপের পাপড়ির মতো মসৃণ হলেও
মনকে বেঁধে রাখা যায় না...
মানুষ মন বোঝে না বলেই ভুল হয়ে যায়
যেভাবে বাতাসে ঝরে পরে
পাখির পালক
তুমিও ঝরে যেতে পারওÑ অন্যমনে অন্যখানে
চেয়ে থাকা ছাড়া কিছুই করার নেই বলে
আমিও ভুলে যাই-
আশাহত পাখির মত...
জীবনের রং বদলায় জানি
আকাশের রঙে-
আলো-আঁধারী খেলায় ডোবে ভালোবাসা
যদি ডুবে যাই...
একা থাকার আনন্দ আয়োজনে
তোমার নাম লিখছিলাম
বুকে
বেদনা হয়ে আঁকা থাক- চাই না
তোমার হাসিতে মুক্তো ঝরুক
বিকেলের রঙে
চেয়ে দেখি সেই সবÑ না বলা কথার মত
তুমি একদিন হেঁটে যাবে না বলে
পথের দিকে চেয়েÑ
যদি ভুল হয়ে যায়...
(‘যদি ভুল হয়ে যায়’ কবিতাটির অনুবাদ)
If it is wrong because
By Rokon zohur
If it is wrong because-
Unheard of postal force to come back no limit line
I have been back
The bar unending Infinite…
The Earth has much emotion
Can’t be shut- time don’t appreciate me
You are also
If as like as rose leaf obvious
Can’t flame your mind …
Men discover with won mind that the mistaken
How the wave of the plume
You also the wave any where the absent mentality
Nothing to do only see that I am also forget
Like desperate birds…
Life in color change as like as sky color
Low lighting never sink deep love
If I were sink…
I make alone averages write your name in my heart
Don’t be pain ported in my mind- no need
Laughing the wave to pal, the afternoon color
In silence I see
Although you wake a day in silence
Don’t say any how-
To see in the road
If it is wrong because…