খোঁপা খুলে দাও
খোঁপা খুলে দাও
শামশাম তাজিল
অলক অরণ্যে খুঁজি অলৌকিক সোনা
নিঃশব্দ নির্ঝরে নিবিড় ডুবিয়ে পা হোক মিথ্যের জাল বোনা
সাংসারিক আগুনে পুঁড়ে গেল হরপ্পা-মহেঞ্জোদারো
জ্বেলেছি অগ্নি-আমিও পুড়েছি ঘর অন্য কারো
ভালোবেসে মাটি হবো; পোড়ামাটি ছাই
বিবিক্ত মনে-- দ্বিধান্বিত পদসঞ্চালনে তবু প্রেম আছে
--তোমাকেই চাই
অনুধ্যান স্বপ্নে ফলে না শ্রমের সম্মান
কাঁকন মাটি হলে ফলাতাম সোনামুখী ধান
ধানের শীষে নাচে পুরনো বোধ-স্বপ্ন, বঙ্কিম তাকায় নারী
তিনবেলা আহার্য-জল গ্রহণ করি; তবু আটাশের অনাহারী
তোমাকে পেলে শরীরে খুঁজে নেবো মাটি-সোনা-জল
তোমার দৃষ্টি রাজহাস, পায়ে চলা পথে জ্বলুক
শিশির টলমল।