তোমাকে ভালোবেসে আমি ক্লান্ত : ইমরান কামাল
তোমাকে ভালোবেসে আমি ক্লান্ত : ইমরান কামাল
সমাচ্ছন্ন গত রাত্রির মধ্য প্রহর
তোমার ঘুমন্ত শরীরে ছুঁয়ে কোমল পরশ
তোমাকে ডুবিয়ে দিয়ে নতুন মূর্ছনায়, স্বপ্নীল গাঢ় ঘুমে
ফিস্ ফিস্ করে, একে একে বলেছি
তোমাকে নিয়ে আমি ক্লান্ত, আশার গান শুনে শুনিয়ে আমি ক্লান্ত
প্রবল বর্ষণে, তিক্ত গরমে, চামড়ায় চড়া জাগা ওমে
ভাঙা ফুটপাথ, হেঁটে হেঁটে
সিগরেটের শেষ আগুনের মতো লোক দেখানো অর্থপূর্ণতায় ক্লান্ত আমি,
আমাদের পরিপাটি রন্ধনশালার অন্তরালে জমানো পঁচা গলা ঘেটে ঘেটে আমি ক্লান্ত
আমি ক্লান্ত বলে বলে, তোমাকে; তোমাকেই চাই
তোমাকে ভালোবেসে আমি ক্লান্ত।
২.
কি কুৎসিত তুমি জ্বলন্ত সূর্যের নিচে
দানবীর মতো তীব্র তোমার চাহনি, ক্লেদময় কটাক্ষ
হায়নার মতো বীভৎস তোমার হাসি, তোমার শরীর বেশ্যার মতো শীতল।
কিন্তু যখন ঘুমিয়ে থাকো, তুমি আমার নিষ্পাপ কোজাগরী রাতের স্নিগ্ধ মৌনতা, বকুল।
রমা, আমি ডুবন্ত জাহাজের সারেং
শেষ অট্টহাসিতে রামের তরানি চাটছি, অন্তিমের সমাচ্ছন্নে
সংঘর্ষের তীব্র জ্বালায়, ভয়ে নিজেরই তামাশায় মেতে আছি
অসম্পূর্ণ পুরুষ
তোমার পুরুষ হয়ে আমি ক্লান্ত।
তোমাকে ভালোবেসে আমি … ক্লান্ত।