দৃষ্টিভঙ্গি বলে কিছু নেই
দৃষ্টিভঙ্গি বলে কিছু নেই
ফারুক আফিনদী
ঈশান ঘাটে খইয়ের ধান ওড়াবে মেয়েটি। সোনালি কুটায় চুল এবং বাঁশপাতা ভরে যাবে। রুপালি মাদুলিছড়া মমতায় চুলায় সন্ধ্যাতারাটা ফুটুক। প্রতœখোদকের তারাশীল কোদাল রঙে, সন্ধ্যাটা চুলেও...। তারাবাসে কে যায়? অশ্বীভূত মাথাটা নিয়ে চাঁদ, শীত আর কুয়াশায় হাটে যাবে! ওসব অচল ভঙ্গির সাথে ভগ্নিকে প্রতেœ পাঠাব না, সামনে বিজস্টোন বিতান।
দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে টানাহেঁচড়াÑ ভঙ্গি বলতে, তারা যে কোনও অবস্থানের কথাই তো বলবেন। একই বিন্দুর পুনরাবর্তনে, এতগুলো শিলালিপি বানিয়েছি! আর তাহাদের মঙ্গল গ্রহ চ্যাপ্টা গোলক পেরিয়ে ফের দাঁড়ায়। বস্তুত; মুদ্রাময়, প্রাচীন ঢিঁবির ঘাসে ছাওয়া মাটি থেকে রঙ বহুদূর যেতে যেতে টায়ার বৃত্তে থেমে যায়। চাঁদের তীব্র ফলা, প্রতাপদিঘির জলকে খনন করে, তুলে আনে ঠা-া শানকি। একটি ভঙ্গির থেকে আরেকটি ভঙ্গিতে ঋজু রেখা কাঁপে। নাকি জল কাঁপে? রেখা ও জলের প্রশ্নটা থাক। পৃথিবীতে কাঁপাটাই প্রধান। চাঁদের দৃষ্টির ফলায় স্থিতিমান বিন্দুর গতি। মহাভঙ্গি কাঁপে।
---------------
নিউজরুম এডিটর
বাংলামেইল২৪ডটকম