উনুনের পাশে শীতরাত : শোয়াইব জিবরান
উনুনের পাশে শীতরাত : শোয়াইব জিবরান
উনুনের পাশে বসে আছি, জবুথুবু।
নাচিচে প্রেতিনী, ডাকিনী, যোগিনী, বহাভূতগণ গগনবিদারি
তবু শীত নাহি যায় আজ এই রাতে।
এই উনুনের সাথে যোগ আছে হাবিয়া দোজখের
যতসব মাতৃগামী, সমকামি, অনাচারি, ব্যভিচারিগণের শিৎকার ভেসে
আসিতেছে
দপদপ পুড়ার ফলে সাতগুণ আগুনের।