কঙ্কাবতী : তাহিদুল ইসলাম
কঙ্কাবতী : তাহিদুল ইসলাম
রূপকথার কঙ্কাবতী, চোখ মেল একবার মৃত্যুঘাতী
বাস্তবের দেশে;
পশ্চিমী হাওয়ার এই দোলাচল উদাত্ত ইমেজ :
ধ্বংস হোক।
কঙ্কাবতী, তুমিও কি বিকে গেলে কল্পনার ঘুমের হাটে!
এখানে পতনশীল মৃত্যু তার রক্তে স্রোতে
জাগায় শেকড়,
ক্ষুধার্ত বৃক্ষের শাখা ভরে ওঠে লাল-লাল ফুলে,
কঙ্কাবতী, এখানে বাস্তব হয় সাধারণ কল্পনার মত
তুমিও অশ্রু ধর আমাদের বাস্তবের নাট্যশালায়।
অথচ সাধারণ এই নিয়মিত রক্তারক্তি খেলা,
বৃষ্টির ফোঁটার মত মানবিক সত্তার পতন।
ঘুমে থাক কঙ্কাবতী রূপকথা-বাস্তবের দেশে,
তোমাকে প্রতিষ্ঠা করি নিদ্রাহারা একক তন্দ্রায়।
ভয় হয় যদি এই সাধারণ কল্পনার মত
এই ঘোর বদলে দেয় আমাদের স্বপ্নের আকাশ।
নিরন্ধ্র মৃত্যুর মুখে ঝড় তুলে কেঁপে ওঠো মানসী আমার!
তোমাকে পাওয়ার মতো রূপকথা এলোনা জীবনে!