আগুনের গন্ধ থেকে : মঈন মুনতাসীর
আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে কংক্রিটের দেয়াল,
কামনায় লালায়িত জিভ নেই তার।
তবু আমি জাপটে ধরি বুকে। বলি-
আরো জোরে চেঁপে ধরো আমায়। যেনো-
দম বন্ধ হয়ে আসে। যেনো-
পাঁজর দুমরে মুচরে যায়। যেনো-
একটুখানি শান্তি পাই এক শারীরিক যাতনায় !