ত্রিপদী : গোলাম কিবরিয়া পিনু
ত্রিপদী : গোলাম কিবরিয়া পিনু
১
কিন্নরী তোমাকে কীটে দংশন করছে
তারপরও আমি কিংকর্তব্যবিমূঢ়
কালোবাজারে কি নিজেকে বিলিয়ে দিলাম!
২
কুলপ্রথায় কুলবধূ কুল ভেঙে
আসতে পারে না
কী আর কুশল জিজ্ঞাসা করবে!
৩
ঝুড়ি ঝুড়ি কষ্ট নিয়ে ঝড়ে পড়ে যাই
বহনের শক্তি আর থাকে না
টগবগানো অবস্থা লুপ্ত হলো কেন?
৪
ঝোপঝাড়ে আমিও লুকিয়েছি
কিন্তু একেবারে লুপ্ত হয়ে থাকেনি
নিজের অস্তিত্ব প্রকাশ্যই থেকেছে বেশিরভাগ!
৫
কপটপ্রণয়ে কবুতর পোষা যেতে পারে
তবে সন্তানের জন্য
স্নেহের পরশ কমনীয়তা নিয়ে আসে।