সুপ্রভাত—রেজা আরিফ
সুপ্রভাত—রেজা আরিফ
সুপ্রভাত—
কোন মামুলি সম্ভাষণ নয়,
এ এক আশ্চর্য অভিঘাত।
অমরাবতী থেকে নেমে আসা আলোর প্রপাত
তোমাকে অচিনপুরে ভাসিয়ে নিয়ে যেতে পারে দূর অকস্মাৎ।
সকালকে বলতে পার বাসন্তী বৈভবের দৈনিক সংস্করণ
জানালা দিয়ে ঢুকে পড়া বৃষ্টির ছাট—
হাওয়াই মিঠাই-এর কাঠিতে জড়ানো শরতের মেঘ
মন্দ্রিত ভৈরবীর সুরে বাবার কোরআন তেলওয়াত।
এসকল অনুভব অতীত
নাতিউষ্ণ - নাতিশীত
অনুপ্রাসের সম্মিলনের নাম প্রভাত—
অথবা বলতে পার
এই চোখরাঙানো বাজারের দিনে
সবুজ মরিচের সাথে একথালা পান্তাভাত।
এই তুমুল আলোড়নে আট কুঠুরির প্রতিটি বিস্ফারিত রন্ধ্র
ভেসে যেতে যেতে
হাওয়ার গান, ফুলেদের ঘ্রাণ
পাতাদের হিম, রোদের রিমঝিম
নরম নদীর মতো
পরমবোধির মতো
নগ্নস্নানের শিহরণে ধুয়ে দিতে পারে বিগত সকল অপরাধ।
সব ভেবে টেবে আমি সকালকেই করেছি ষাঁড়ের চোখ,
একটি সকাল একটিবার এক মুমুক্ষুর স্ব-কাল হোক।
তাই ইনিয়ে–বিনিয়ে
নয়, সূর্যের সমান সাহস নিয়ে
তাকাব তোমার চোখের দিকে
তখন সুবহে-সাদিকে
আকাশজুড়ে আবীরের স্তব
আর তোমাকে শোনাব
একটি প্রেমের কবিতা।
বলব– হে পারমিতা,
সুপ্রভাত—
তোমার জন্য ভোরের শিশির
কেঁদেছে সারারাত।
০৩.০৪.২৩