মেঘবালিকা : সুমন সাহা
মেঘবালিকা : সুমন সাহা
প্রিয় পঙক্তিমালা লিখা হয়ে গেলে
অন্ধকার জানালায় যখন আলো জ্বলে-
অস্বচ্ছ কাঁচের শার্সির ওপারে
তোমার তৃপ্ত-ক্লান্ত মুখচ্ছবি
এপার থেকে অনেক দেখেছি বালিকা।
কিম্বা কোনদিন-ই আমি দেখিনি তা
দেখার তুমুল ইচ্ছেও হয়নি ততোটা-
কেবল আমার অনুভব ও অভিজ্ঞতায়
তোমার স্পর্শের উষ্ণতার উপভোগ
ছুঁয়ে গেছে অশরীরী স্পর্শ মায়ায়!
সুখে থাকো মেঘময় মেঘবালিকা
নিয়ে তোমার উষ্ণ কবিতার খাতা-
যেমন ইচ্ছে লিখুক তোমার কবি।
আমিও লিখছি আমার মতো-
সঙ্গে অসীম নিঃসঙ্গতা!