আমার অভিকর্ষ : মলয় রায়চৌধুরী
আমার অভিকর্ষ : মলয় রায়চৌধুরী
১.
সূর্ষের আলো-খেকো আটখানা কুচকুচে ঘোড়া
যা আমার অভিকর্ষে গূঢ়, জানে যে আনন্দে আছি
পা-জোড়া রক্তে চুবিয়ে ; তোর গেঁয়ো ধিঙ্গি-নাচ
পিঠে বাঁধা সন্ত্রাস নিয়ে কলকাতার জংধরা নদী
অচেনা ভাষায় ভেসে যায়
২.
হাসলে তোমার নাভি থেকে বালিতে হেঁটেছে খুনে-সাপ
সুনামি শরীর জুড়ে ; আমি তো আনন্দে আছি
বুক ওব্দি পচনে ডুবিয়ে যে রোদ পারে না ছায়া গড়ে নিতে
তারই পাল্টা আপতনে আমারই অভিকর্ষে কালো
আগুনের আটখানা কুচকুচে ঘোড়া
৩.
আমি তো দিব্বি আছি। ওনারা অভিকর্ষহীন
বকলসে বাঁধা নানা রঙে সস্তা গুজবে ঠাসা দামি মনীষীরা
এঁটুলি-পেশায় উন্নীত। আমি তো দুমুখো পথ
কলেজ স্ট্রিট নামে লোকে চেনে। জানেনই
কণ্ঠস্বর দিয়ে চিন্তা করি।
৪.
ধর্ম জাত মতামত বেশভূষা যা-ই হোক
দলে-দলে কানমুলে ছুটিয়েছি ; লেজ মুচড়ে আজও হাঁটাই।
হতে চলল কয়েকশ বছর মানুষেরা আসে আর যায়
যায় আর আসে যায় আর আসে এমুড়ো-ওমুড়ো
বাস পোড়ে লোক মরে ধোঁয়া খেয়ে নতুন গর্জনও
৫.
যেখানে ছিলুম আমি সেখানেই আছি
এমুড়ো-ওমুড়ো ; কিছুই বদলায়নি এখনও
তার কারণ অভিকর্ষ আমার আমিতে রয়ে গেছে
২৫ জুন ২০১৩