আহমেদ বাসার : মোহিনীর শরীরী কলা
আহমেদ বাসার : মোহিনীর শরীরী কলা
তোর মুখে হাজার থু থু সুন্দরী চাঁদ
এই নষ্ট সময়ে তোর কেন এত
নির্লজ্জ বেহায়া হাসি!
ভেবেছিস, দিগন্তের কাদাজল পায়ে ঠেলে
ঠা ঠা অট্টহাসিতে ফেটে পড়ে
পেরিয়ে যাবি অনায়াসে আকাশ-সড়ক
নগ্ন মেঘের কাছেও শিখেছিস কিছু
মোহিনীর শরীরী কলা
তবু বলি, তুলো-ওড়া এই বাতাসের সীসায়
শুকে দেখ কালো কাঁচা রক্তের উদোম সুবাস
কত নিহত মাংসের লাশ ফুলে আছে খল জলে
তোর চশমা-পরা পটল চোখে
কেবল দৃশ্যের বিপরীত আল্পনা
নির্মোক খুলে ফেলে একবার ফেরা চোখ
দেখ, দগদগে ক্ষতের মুখে কত নীল মাছি
ঠোঁট রেখে তুলে আনে জাগতিক বিষ
তবু তুই কোন মুখে দিয়ে যাস শিস?