১৩৮২ বঙ্গাব্দের পৌষ সংখ্যার দেশ পত্রিকায় বলা হয়েছে ‘কোথায় যেন পড়েছিলাম, কবিতাকেই জীবনানন্দের “প্রথমা” বলা হয়েছে’। সত্যিই তাই। কবিতায় জীবনানন্দ দাশের প্রকৃত পদচারণা। জীবনানন্দের কবিতার বহু বিস্তৃত পথ আছে। তাঁর কবিতা বিষয়ে নিজস্ব ভাবনার মহৎ অভিজ্ঞতা হল কবিতার কথা প্রবন্ধগ্রহটি। কবিতা পড়ার প্রস্তুতি এবং নানারকম পরীক্ষা-নিরীক্ষাকে একজন পাঠক প্রথমেই ধারণ করতে পারেন কবিতার কথা-র মাধ্যমে এবং তা অবশ্যই মানসিকভাবে ঘটে। কবিতার কথা-র ‘দেশ কাল ও কবিতা’ অংশে জীবনানন্দ বলেছেন-‘যে কোনো সাধারণ বুদ্ধিমান পাঠকই অনেক কাব্যপড়ে পণ্ডিত হতে পারে, কিন্তু সুজাত সমালোচক ওরকম পাঠকের চেয়ে কম কবিতা পড়েও কাব্যজিজ্ঞাসা সম্বন্ধে বেশি জ্ঞানগভীর হবে’। আরো পড়ুন