একটা ভুলে যাওয়া সমুদ্রতীরে আমাদের দেখা হয়েছিল,
কবিতার খাতায়, কিংবা স্মৃতির পাতায়...
ঝড় এলো হঠাৎ, সব এলোমেলো হয়েছিল,
উদাস কোনো বিকেলে সব চুরমার হয়ে গিয়েছিল,
সমুদ্রের কাছে স্মৃতি জমিয়ে রেখে,
তুমি কি সত্যিই হারিয়ে গিয়েছিলে??