মধ্যরাতের নিঃশব্দ দীর্ঘশ্বাসে যখন,কারো অভিমানের গল্প উবে যায়,
নীল সাদা স্ক্রিনে ব্যাকস্পেসে যখন, অনেক না বলা গল্প হারিয়ে যায়,
মানুষ ঠিক তখনই হেরে যায়, হারিয়ে যায়...
অপূর্ণতা যেখানে পারতো পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ হতে,
কোনো শব্দহীন চিরকুট যেখানে পারতো অভিমানকে প্রকাশ করতে,
ম্যাটেরিয়েলিস্টিক পৃথিবী কি কখনো ভেবেছিল তার কথা???
হ্যা, অনুভূতিদের "অনুভূতিশূন্যতা" রোগ হয়েছে...